রাষ্ট্র মালিকানাধীন বানিজ্যিক অগ্রণী ব্যাংক লক্ষ্মীপুরে ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। অগ্রনী ব্যাংকের নতুন ইসলামী ব্যাংকিং সেবাটির নাম উইন্ডো। সেবাটি নিতে প্রতিদিনই নতুন নতুন গ্রাহক ভীড় জমাচ্ছেন। গত ১১ ডিসেম্বর, লক্ষ্মীপুর জেলা শহরের গোডাউন রোডে অগ্রণী ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকটির উর্ধ্বতন কর্মকর্তাগণ, শহরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালগণ এবং মসজিদের ইমামগণ ।
বর্তমানে ব্যাংকটিরলক্ষ্মীপুর শাখার একটি আলাদা অংশে ইসলামী ব্যাংকিং উইন্ডোটি পূর্ণ উদ্যোমে সাধারণ জনগণকে সুদমুক্ত ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে।
লক্ষ্মীপুর অগ্রনী ইসলামী ব্যাংকিং উইন্ডোর ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন সরকার জানান, “সাধারণ গ্রাহকদের মধ্যে অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন, যাঁরা সুদমুক্ত ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে চান। কিন্তু এতোদিন সরকারী ব্যাংকগুলো এই সেবা দিতে না পারায় অনেক গ্রাহক বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকেছিলেন। এবার গ্রাহকদের কথা চিন্তা করেই অগ্রণী ব্যাংক লিমিটেড এই প্রথম লক্ষ্মীপুর শহরে শতভাগ ইসলামী শরীয়াহ’র ভিত্তিতে পরিচালিত সুদমুক্ত অনলাইন ইসলামী ব্যাংকিং শাখা চালু করেছে।” তিনি আরো বলেন, “এটি সরকারী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ শাখা, তাই এখানে আমানত রাখা সম্পূর্ণরূপে নিরাপদ।”
যেকোন তথ্যের জন্য শাখাটির ব্যবস্থাপকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।
ব্যবস্থাপকের মোবাইল নম্বরঃ ০১৮৪৫৯৭০২৪১
546Share