লক্ষ্মীপুরের রামগতিতে কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) চর আলেকজান্ডার শাখার আয়োজনে উপকূলের বিভিন্ন চরাঞ্চলের ৪ হাজার ৭০০ জন সদস্যের মাঝে কৃষি উপকরণ (শীতকালীন শাক-সবজির বীজ) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চর আলেকজান্ডার শাখায় এ কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় বসতবাড়িতে শাক-সবজি চাষ কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগী সদস্যদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক।
শাক-সবজির বীজ বিতরণকালে উপস্থিত ছিলেন,কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম, চরগাজী শাখা ব্যবস্থাপক মো. আজহারুল ইসলাম, চর আলেকজান্ডার শাখা ব্যবস্থাপক নার্গিস আক্তার প্রমুখ ।
কোডেকের এরিয়া ম্যানেজার মো. মাহবুব আলম বলেন, উপকূলীয় অঞ্চল রামগতির বিভিন্ন চরাঞ্চলের ৪ হাজার ৭০০ জন সদস্যের মাঝে শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হচ্ছে।
কোডেকের সিনিয়র জোনাল ম্যানেজার আবদুল মান্নান মোল্লা বলেন, উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে কোডেকের ২২ শাখায় ৩৬২২১ জন সদস্যর মধ্যে ৬১৬৭০ প্যাকেট শীতকালীন শাক-সবজির বীজ বিতরণ করা হচ্ছে।
মিসু সাহা নিক্কন/বার্তা-11-24
10Share