অভয়াশ্রম গেড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সিনিয়র উপজেলা মোঃ সৌরভ উজ জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।
সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহের কর্মসূচীর মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনামাছ অবমুক্তকরণ। এ সময় মৎস্যজীবি, মৎস্যচাষী, আড়তদার, মৎস্য ব্যবসায়ী, মৎস্যজীবি সমিতির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ কর্মসূচি চলবে ২২ আগস্ট পর্যন্ত।
স্বাগত বক্তব্যে সিনিয়র উপজেলা মোঃ সৌরভ উজ জামান বলেন, ছোট মাছ নিধন বন্ধ করুন এবং মৎস্য চাষে উৎসাহিত হয়ে বেকারত্ব দূর করুন। উপকূলীয় এ উপজেলায় মাছের চাহিদা মিটিয়ে আমাদের উদ্ধৃত্ত রয়েছে। এই উদ্বৃত্ত মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চালান হচ্ছে। এ উপকূলীয় উপজেলায় মাছের চাহিদা রয়েছে ১৭ হাজার ১২০ মেট্রিক টন। এ উপজেলায় ২৫ হাজার ৮১৮ জন নিবন্ধিত জেলে রয়েছে। ২০২৪-২৫অর্থ বছরে উৎপাদন হয়েছে ১৮ হাজার ১০২ মেট্রিক টন এবং মাছের চাহিদা মিটিয়ে উদ্ধৃত্ত ১০ হাজার ৯৮২ মেট্রিক টন। ইলিশের উৎপাদন হয়েছে ৫ হাজার ৫৫৭ মেট্রিক টন। আমরা বিভিন্নভাবে চাষিদের উৎসাহিত করার চেষ্টা করছি। মাছচাষি ও খামারিদের জন্য মৎস্যচাষ উপকরণ এবং প্রকল্প তৈরিতে সহযোগিতা করছি। এছাড়াও সরকারি নির্দেশনা অনুযায়ী ইলিশ ধরা নিষেধাজ্ঞা চলাকালে নদী ও সমুদ্রগামী নিবন্ধিত জেলেদের সহায়তা করা হয়ে থাকে, যাতে তারা ঐ সময়টাতে পরিবার নিয়ে চলতে পারে।
57Share