সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে স্কাউটের ওরিয়েন্টেশন কোর্স

লক্ষ্মীপুরে স্কাউটের ওরিয়েন্টেশন কোর্স

লক্ষ্মীপুরে স্কাউটের ওরিয়েন্টেশন কোর্স

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৩ফেব্রুয়ারি), জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কোর্সের আয়োজন করে বাংলাদেশ স্কাউটসের জেলা রোভার শাখা। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর

জেলা রোভারের সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার(গ্রোথ এন্ড স্ট্র্যাটিজিক বিভাগ) জিয়াউল হুদা হিমেল। জেলার ৭৮টি কলেজ, মাদ্রাসা ও ইনস্টিটিউটেরর ১০৩জন শিক্ষক এই ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিয়েছেন, যাদের মধ্যে ৩৮জনই প্রতিষ্ঠানের অধ্যক্ষ।

জেলায় স্কাউটিং এর কার্যক্রম প্রসারে এমন উদ্যোগ নেয়া হয়েছে। স্কাউটার প্রফেসর মুজাহেদ হোসাইনের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন স্কাউটার খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, স্কাউটার মো. আখতারুজ্জামান, স্কাউটার কে.এম মজিবুর রহমান। সমন্বয় করে জেলা রোভারের সম্পাদক এএফএম মাহাবুব এহছান।

এছাড়াও জেলা রোভার স্কাউটের রোভাররা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে আসা বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল এ বিষয়ে বলেন, “জেলার যেসব প্রতিষ্ঠানে স্কাউট দল নেই, সেখানে স্কাউট দলের কার্যক্রম চালু করা এবং যে শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে স্কাউট টিম রয়েছে সেখানে কিভাবে আরো দু’টি করে স্কাউট দল গঠন করা যায় এবং প্রতিষ্ঠানের দায়িত্বরত শিক্ষকদেরকে কিভাবে দক্ষ করা যায়, সে লক্ষ্যেই এ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করা হয়েছে।

যে সব শিক্ষক এ ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিয়েছেন, তাদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে। আশাকরি লক্ষ্মীপুরে স্কাউটিং এর বিপ্লব ঘটবে।” প্রসঙ্গত, প্রধাননমন্ত্রীর নির্দেশনার পর থেকে লক্ষ্মীপুরের ৭৮টি সরকারি-বেসরকারি কলেজ, মাদ্রাসা ও ইনস্টিটিউটে অন্তত দুটি করে মোট ১৫৬টি রোভার স্কাউট দল গঠনের কাজ শুরু করেছে জেলা রোভার।

শিক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিজ্ঞান উৎসব

রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকার্যক্রমের উদ্বোধন

রামগতিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ 

প্রাথমিকের বৃত্তি পরীক্ষা পাঁচ বিষয়, ৪ দিনে নেওয়ার তারিখ ঘোষণা

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তিপ্রাপ্তদের মাঝে  সনদ ও পুরষ্কার বিতরণ 

রামগতিতে আ’লীগ নেতাদের দিয়ে কলেজের গভর্নিং বডি গঠনের গোপন বৈঠক; স্থানীয়দের ক্ষোভ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com