সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
ল্যাপটপের চার্জ দীর্ঘক্ষণ রাখার কৌশল

ল্যাপটপের চার্জ দীর্ঘক্ষণ রাখার কৌশল

ল্যাপটপের চার্জ দীর্ঘক্ষণ রাখার কৌশল

resize_1407578261ল্যাপটপ বহনযোগ্য কম্পিউটার হওয়ার কারণে আউটডোরে এর ব্যবহার ব্যাপক। কিন্তু এ ডিভাইসটি নিয়ে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটারি চার্জ বেশিক্ষণ থাকে না। বাইরে প্রয়োজনীয় কাজটি তাড়াহুড়ো করে করতে হয়। তারপরও হুট করে চার্জ শেষ হয়ে গেলে আপনি পঙ্গু।তাই জেনে নিন কীভাবে আপনার ল্যাপটপের ব্যাটারি চার্জ দীর্ঘস্থায়ী করতে পারেন। কিছু টিপস মনে রাখলেই আপনি দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারবেন।
১. ল্যাপটপের স্ক্রিন কিন্তু অনেক বেশি চার্জ খরচ করে। তাই যতোটা সম্ভব ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করুন। কিবোর্ডে ব্যাকলাইট থাকলে সেটিও সেটিংস থেকে বন্ধ করে দিন।
২. ল্যাপটপের ইউএসবি পোর্টের সঙ্গে কোনো ডিভাইস লাগানো থাকলে প্রচুর চার্জ খরচ হয়। তাই প্রয়োজন শেষ হলেই এক্সটারনাল ডিভাইসটি খুলে ফেলুন।
৩. ল্যাপটপ বেশি গরম হলে ভেতরের ফ্যানগুলোর ঘুর্ণন বেড়ে যায়, এতে ব্যাটারি খরচ হয় বেশি। সে কারণে কখনোই নরম গদি বা বালিশে রেখে ল্যাপটপ ব্যবহার করবেন না তাতে গরম বাতাস আটকে আরো গরম হবে। ল্যাপটপ কুলারও কিনে নিতে পারেন।
৪. কখনো স্ট্যান্ডবাই মুডে না রেখে হাইবারনেশনে রাখুন। এতে ব্যাটারির চার্জ সংরক্ষিত থাকবে। আর ল্যাপটপ বন্ধ হলেও শেষ যেভাবে কাজগুলো সংরক্ষণ করছিলেন ল্যাপটপ চালু করলে ঠিক সে অবস্থাতেই পাবেন।
৫. ল্যাপটপে উইন্ডোজের সঙ্গে বিল্টইন পাওয়ার প্ল্যান সেটিংসও আছে। বিভিন্ন অপশন যেমন: ডিসপ্লে ব্রাইটনেস বাড়ানো বা কমানো, কখন ডিসপ্লে ডিম বা অনুজ্জ্বল করতে এবং বন্ধ করতে চান, হার্ড-ড্রাইভ ও ইউএসবি পাওয়ার বন্ধ করতে চান সেগুলো সেটিং আছে।
আর ব্যাটারির চার্জের হালনাগাদ তথ্য পেতে চাইলে ‘ব্যাটারি কেস’ (battery case) নামে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। এতে ব্যাটারির সম্পূর্ণ স্ট্যাটাস দেখায়। এছাড়া কতোটুকু ব্রাইটনেসে ব্যাটারি কতোক্ষণ চলবে, ব্যাটারির বর্তমান অবস্থা, সিপিইউ ও হার্ড-ড্রাইভ অতিরিক্ত গরম হয়েছে কি না তা প্রদর্শন করে কেস অ্যাপ্লিকেশন।

শিক্ষাদীক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুরের রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

কমলনগরে ২০০৪ এসএসসি ব্যাচের মিলনমেলা ও ইফতার

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

সোহরাওয়ার্দী কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন

কুমিল্লা বোর্ড থেকে পাঠদানের অনুমতিসহ ইন নাম্বার পেলো তোরাবগঞ্জ কলেজ

লক্ষ্মীপুরে এক বছর মেয়াদী চারুকলা ও আইসিটি কোর্স চালু করলো আইডিয়াল প্রফেশনাল

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com