শীতবস্ত্রের বরাদ্দ কম, অসহায়দের সংখ্যা অনেক বেশি। তাইতো প্রকৃত দুস্থদের শীত নিবারণে যথার্থ উদ্যোগ নিয়েছেন ইউএনও। এলাকা ঘুরে নিজ হাতেই বিতরণ করছেন শীতবস্ত্র।
গত বুধবার রাতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী উপজেলার টাংকীর ঘাট সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় শীতবস্ত্র (কম্বল) দিতে দেখা গেছে।
এর আগে কয়েকদিন ধরে তিনি মেঘনার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দুস্থদের খুঁজে শীতবস্ত্র বিতরণ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা ।
ইউএনও এস এম শান্তুনু চৌধুরী বলেন, উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় বিতরণের জন্য শীতবস্ত্র মাত্র ৪৯০টি করে বরাদ্দ এসেছে। কিন্তু রামগতি নদী ভাঙন কবলিত হওয়ায় এখানে নিঃস্ব ও দুস্থদের সংখ্যা অনেক বেশি। যে কারণে পৌরসভায় ও ইউনিয়ন পরিষদগুলোতে বরাদ্দ অনুযায়ি কম্বল প্রদান করে বাকিটা প্রকৃত অসহায় বৃদ্ধ ও কর্মক্ষমদের হাতে শীতবস্ত্র পৌঁছে দিতে চেষ্টা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন যথার্থ শীতবস্ত্র বিতরণে অসহায়রা হয়েছেন খুশি, সচেতন মহলে হচ্ছে প্রশংসিত আলোচনা; করছেন ইউএনও’র জন্য শুভ কামনা।
মিসু সাহা নিক্কন/01/23
0Share