মোহাম্মদ ইউছুফ | লক্ষ্মীপুরের ব্যস্ততম লক্ষ্মীপুর – রামগতি সড়কটিতে দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে অসংখ্য পুরনো গাছ। এসব গাছের অনেকগুলো হেলে পড়েছে এবং ডালপালা ঝুলে রয়েছে সড়কের ওপর। ফলে সড়কে চলাচলকারী হাজার হাজার যানবাহন ও পথচারী চরম ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয়রা জানায়, সড়কটি জেলার গুরুত্বপূর্ণ একটি যোগাযোগমাধ্যম। প্রতিদিন এ রাস্তায় বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল, রিকশা সহ ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করে। পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক এবং সাধারণ জনগণের চলাচলের অন্যতম পথ এটি।
স্থানীয় বাসিন্দা রাজু সওদাগর জানায, বর্ষা মৌসুমে কিংবা ঝড়বৃষ্টির সময় গাছগুলো আরও বেশি নড়বড়ে হয়ে পড়ে। ইতোমধ্যেই বেশ কয়েকবার গাছের ডালপালা ভেঙে সড়কে পড়েছে এবং যানবাহনের ক্ষতি হয়েছে। তবে এখনও বড় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও, পরিস্থিতি প্রতিনিয়ত ভয়াবহ রূপ নিচ্ছে।
সচেতন নাগরিকদের পক্ষে মোঃ ইউসুফ নামের একজন বলেন, “এই সড়কে প্রতিদিন চলাচল করি, কিন্তু গাছগুলোর অবস্থায় আমরা আতঙ্কে থাকি। এগুলো এখনই না কাটলে যেকোনো সময় গাছ পড়ে কারো প্রাণও চলে যেতে পারে।”
অন্যদিকে, “রাতের বেলায় গাছের ঝুলন্ত ডালপালা দেখা যায় না। হঠাৎ করে চোখের সামনে চলে আসে, তখন ব্রেক করাও কঠিন হয়ে পড়ে।”
স্থানীয়দের দাবি, সড়কের ঝুঁকিপূর্ণ গাছগুলো প্রশাসন যেন দ্রুত কেটে ফেলে। নতুবা যে কোন মর্মান্তিক দুর্ঘটনা, ঘটতে পারে।
0Share