মেঘনা নদী ভাঙ্গনরোধে পদক্ষেপ নেয়ার দাবীতে লক্ষ্মীপুরের রামগতিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী বালুরচর মঞ্চ নামের একটি সংগঠনের উদ্যোগে উপজেলার আলেকজন্ডার ইউনিয়নে মেঘনা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কয়েক হাজার ভাঙ্গনকবলিত মানুষ অংশ নেয়। এ সময় উপস্থিত আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, রামগতি বাঁচাও মঞ্চের আহ্বায়ক মাহবুবুর রহমান রিপনসহ অনেকে। এ সময় তারা মেঘনার আগ্রাসী ভাংগন থেকে রক্ষায় দ্রুত ভাংগন প্রতিরোধে ব্যাবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
এদিকে নদী ভাংগন থেকে রক্ষায় মহান আল্লাহ’র নৈকট্য লাভে একই সময়ে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
0Share