লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর অব্যাহত ভাঙন রোধের দাবিতে মানববন্ধন ও প্রতীকি প্রতিবাদী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২রা আগস্ট) বিকেলে বালুর চর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্মৃতিময় বালুর চর নামের একটি সংগঠন।
নদীভাঙন কবলিত এলাকা রক্ষায় এমন অভিনব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে ফুটবল টুর্নামেন্ট হয়ে ওঠে প্রতিবাদের অনন্য এক প্রতীকি রূপ হিসেবে।
আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চের মুখপাত্র মিনার উদ্দিন, আলেকজান্ডার ইউনিয়ন রক্ষা মঞ্চের কর্মসূচি বাস্তবায়ন উপ-কমিটির আহবায়ক এডভোকেট মাহাবুবুর রহমান রিপন, আশরাফুল আলম নয়ন, আকবর হোসেন, শাহরিয়ার হান্নান, গোলাম মোস্তফা মিজান, গোলাম মোর্শেদ ছামির প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর ভাঙনে রামগতির চর আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর গ্রাম অনেকটাই নদীগর্ভে বিলীন। ভাঙন প্রতিরোধে দ্রুত সরকারের কাছে দাবি জানান তারা। অন্যথায়, ভাঙন প্রতিরোধে আরো কঠিন কর্মসূচির ডাক দিবেন তারা।
মানববন্ধনের সময় নদী বাঁধের দাবিতে স্মৃতিময় বালুর চর কর্তৃক আয়োজিত প্রীতি ফুলবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় স্বপ্নের বালুর চর একাদশকে ২/০ গোলে হারিয়ে বিজয় অর্জন করে সর্বহারা বালুর চর।
0Share