রামগতি: লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে গণঅনশন করেছে এলাকাবাসী। রামগতি রক্ষা মুক্তমঞ্চ’র ব্যানারে উপজেলা পরিষদের সামনে সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অনশন পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লোকজন গণঅনশনস্থলে হাজির হয়। রামগতি রক্ষা মুক্তমঞ্চ’র সমন্বয়কারী ইসমাইল হোসেন রায়হান জানান, মেঘনা নদীতে ড্রেজিং ও ভাঙন প্রতিরোধের দাবি মানা না হলে তারা আরও কঠিন কর্মসূচি দেবেন। এদিকে, একই দাবিতে গত রোববার রামগতি ও কমলনগর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। এর আগে গত বুধবার বিক্ষুব্ধ লোকজন রামগতি উপজেলা পরিষদ কার্যালয়ের ছয়টি দরজা-জানালা ভাঙচুর করে। এছাড়াও গত কয়েক দিন থেকে রামগতি ও কমলনগরের হাটবাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ-সমাবেশ ও গণমিছিল করছেন তারা। উল্লেখ্য, রামগতি ও কমলনগর উপজেলায় মেঘনার অব্যাহত ভাঙনে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাসহ হাজার হাজার একর ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে।
0Share