করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের রামগতিতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে আ.স.ম আবদুর রব সরকারি কলেজ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার জনসাধারণের সুরক্ষার জন্য উপকূলের আসলপাড়া ও আজাদনগর ব্রিজ এলাকার মুসলিম ফরাজী সমাজের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে কাউন্সিলিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে আ.স.ম আবদুর রব সরকারি কলেজ।
এসময় আ স ম আবদুর রব সরকারি কলেজের প্রভাষক (রসায়ন) হোসনে মোবারক রাজু এবং উক্ত কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা এ সামগ্রী বিতরণ করেন।
আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমীন খান জানান, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার লক্ষ্যে উপকূলীয় এলাকার সুবিধাবঞ্চিত ও অসচেতন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ হতে ৪ শত পিস সাবান, ৪ শত পিস মাস্ক, কিছু সংখ্যক হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়।
0Share