করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নাম, ঠিকানা বা পরিচয় না প্রকাশ করার আহ্বান জানিয়েছে লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগ। ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগের প্রধান লক্ষ্মীপুর সিভিল সার্জন অফিস তাদের ।
বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা লক্ষ্য করছি,
অনেকেই করোনায় আক্রান্ত রোগীর নাম, ঠিকানা জানতে চাচ্ছেন। আবার কিছু ব্যক্তি ও সংবাদ মাধ্যম প্রায়শই নিজ উদ্যোগে রোগীর পরিচয় জেনে প্রিন্ট, ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়ায় প্রচার করছেন।
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, জাতিসঙ্গের ও বাংলাদেশের মানবাধিকার কমিশনের বিধি মোতাবেক কারো ব্যাক্তিগত তথ্য তাহার অনুমতি ব্যতীত প্রকাশ করা দোষণীয়। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের স্বাস্থ্য বিভাগে করোনা রোগীর পরিচয় প্রকাশের ব্যাপারে নিষেধ আছে। তাই সকলকে এহেন বেআইনী প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ করা যাচ্ছে।
অন্যদিকে ৯ ফেব্রুয়ারি তারিখে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনা পরীক্ষা করার জন্য যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে বা হবে তাদের নাম-ঠিকানা এবং ছবি প্রকাশ না করার আহ্বান জানিয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গোপনীয়তা রক্ষা করতে না পারলে যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তারা সামাজিকভাবে হেনস্তার শিকার হতে পারেন। প্রচার-প্রচারণার কারণে কেউ যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না হয়।
0Share