লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মাতৃ-স্বাস্থ্য ভাউচার স্কীম (ডিএসএফ) কার্যক্রম বাস্তবায়নে চরগাজী ও বড়খেরী ইউনিয়ন ডিএসএফ কমিটি ও কমিউনিটি লিডারদের এক দিনের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রবিবার বিকেলে মেটারনাল হেলথ কর্মসুচী, এমএনসি এন্ড এএইচ, স্বাস্থ্য অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে বড়খেরী ইউনিয়ন পরিষদ হল রুমে ওই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ডাঃ মো. মোয়াজ্জেম হোসেন সরকার অরিয়েন্টেশন পরিচালনা ও উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: গোলাম ছারওয়ার।
অরিয়েন্টেশনে চরগাজী ও বড়খেরী ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ইমাম ও কমিউনিটি লিডারগণ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশিস মজুমদার বলেন, মাতৃ স্বাস্থ্য ভা্উচার স্কীমের মাধ্যমে প্রসবপূর্ব তিন বার চেকআপ, নিরাপদ প্রসব ও প্রসবকালীন জটিলতা সি-সেকশনসহ এবং প্রসব পরবর্তী সেবা দিয়ে থাকে, পাশাপাশি সেবা নেয়ার জন্য আর্থিক সুবিধাও দিয়ে থাকে। মাতৃমৃত্যু হ্রাস, ব্যাপক জনসচেতনতা, প্রাতিষ্ঠানিক ডেলিভারী ও জরুরী প্রসূতী সেবার মান বৃদ্ধির জন্য ডিএসএফ। এ সেবা সম্পর্কে সকল ইউনিয়নে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
0Share