সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
একজন ছোট পুলিশের বড় কান্ড!

একজন ছোট পুলিশের বড় কান্ড!

একজন ছোট পুলিশের বড় কান্ড!

এস এম নাহিদুর রহমান: ঘটনাটি আজ শুক্রবার সকাল ১১ টার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির গৌরীপুরে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস ডোবায় পড়ে যায়। দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া তখন রাস্তায় ট্রাফিক সামলাতে ব্যস্ত। অবস্থার ভয়াবহতা ভেবে নিজের জীবনের কথা চিন্তা না করেই পুলিশের এই ভারী ভারী পোশাক নিয়েই পচা ও গন্ধযুক্ত ময়লা ডোবার পানিতে লাফিয়ে পড়েন পারভেজ। একে একে গাড়ির জানালার গ্লাস গুলো ভেঙ্গে দেন যেন সহজে গাড়ির যাত্রীরা বেরিয়ে আসতে পারে। এরপর নিজেই চলে যান গাড়ির ভেতর। ডুব দিয়ে বের করে আনেন ৭ মাসের এক শিশুকে। গাড়ির ভেতর আটকে পড়া ৫ নারীসহ ১০/১২ জন যাত্রীকে উদ্ধার করেন। স্থানীয় জনগণও তাঁকে উদ্ধার কাজে সহযোগিতা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

কনস্টেবল পারভেজ মিয়ার সাহসিকতায় কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা, স্থানীয় পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ৫ হাজার টাকা পুরষ্কার ঘোষনা করেন। এই ১৫ হাজার টাকা দিয়ে পারভেজ কি করবেন জানিনা। বাড়িতে পাঠালে বড় জোড় একমাসের বাজার খরচ হতে পারে। কিন্তু যে ঝুকিটা নিলেন তাতে জীবনটা হারালে ওই পরিবারটা হয়তো ১৫ বছরেও ঘুরে দাঁড়াতে পারত না। পুলিশের চাকরিতে কনস্টেবল পোস্টটা অনেক ছোট্ট। কিন্তু ছোট্ট চাকরির ছোট্ট সুবিধায় আটকে থাকেননি তিনি। প্রমাণ করেছেন অনেক পুলিশ আসলেই জনগণের বন্ধু।

 

 

 

 

 

 

 

 

 

 

অনটপিকঃ কুমিল্লা জেলার পুলিশভাগ্য সত্যি অনেক ভালো। ব্যাক্তিগতভাবে কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, সহকারী পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সহ কয়েকজন পুলিশকে খুব কাছ থেকে দেখার সুযোগ কয়েছে আমার। নিজ চোখকেতো আর অবিশ্বাস করতে না। এমন সৎ এবং দায়িত্বশীল পুলিশ কুমিল্লা আর কখনো পেয়েছে কিনা জানিনা।

লক্ষ্মীপুরের জনগণের অনুভুতি: এস এম নাহিদুর রহমানের আবেগ মিশ্রিত এ লেখাটি লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ফ্যান পেইজে পোস্টের পর পরই মাত্র ১ ঘন্টায় প্রায় ৪০ হাজার পাঠক এ লেখাটি ভিউ করে এবং শতশত কমেন্ট পড়তে শুরু করে।অনেকেই লেখেন পুলিশের কাজ নিয়ে সমালোচনা থাকলেও মাত্র একজন নগণ্য পুলিশের কাজে যে পুরো পুলিশের মুখ ‍উজ্জল হয় এটা সে উদহারণ মাত্র।

কনস্টেবল পারভেজ মিয়া প্রতি লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের শ্রদ্ধা।

মানবিকতা আরও সংবাদ

একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ঈদ উপহার হিসেবে একশো নারী পুরুষকে সেলাই মেশিন-ছাগল-ভ্যান গাড়ি দিলো “স্বপ্ন নিয়ে”

লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক মানুষ পেলো আউয়াল আলেয়া ফাউন্ডেশন ও নবজাগরণ ফাউন্ডেশনের  ইফতার সামগ্রী 

কমলনগরে তারেক রহমানের নির্দেশে বন্যার্থদের মাঝে নগদ অর্থ সহায়তা

স্বপ্ন ফাউন্ডেশন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com