প্রয়োজনের সময় রক্ত খোঁজা খুবই কঠিন বিষয়। এরকম পরিস্থিতি থেকে শহর লক্ষ্মীপুর জেলাকে মুক্তি দিতে তৈরি হয়েছে Lakshmipur Red Love নামের একটি মোবাইল অ্যাপ্লিকেশন।
Lakshmipur Red Love নামক এই অ্যাপটি তৈরি করা হয়েছে মো: আসিফ মাহমুদ নামের লক্ষ্মীপুর সরকারি কলেজের একজন ছাত্রের উদ্যোগ। অ্যাপ্লিকেশনটির নির্মাতা মো: আসিফ মাহমুদ কমলনগর উপজেলার মতিরহাট এলাকার বাসিন্দা।
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোন রোগীর পরিবারের সদস্যরা রক্তদাতা খুঁজে পেতে পারবেন খুব সহজে । নিজের জেলার মধ্যেই রক্তদাতা খুঁজে দিতে সাহায্য করবে লক্ষ্মীপুর রেড লাভ। এই অ্যাপ্লিকেশনটিতে কয়েক হাজারেরও বেশি রক্তদাতাদের খোঁজ পাওয়া যাবে। আর তাঁরা সকলেই লক্ষ্মীপুর জেলার।
এই অ্যাপ্লিকেশনটিতে রক্তদাতাকে ( Blood Donor) রেজিস্ট্রেশন করতে হবে । তাদের সম্পর্কিত আরও তথ্য রেজিস্ট্রেশনের পরেই সংযুক্ত করা হবে অ্যাপ্লিকেশনে। উদ্যোক্তাদের ধারণা, এই অ্যাপের মাধ্যমে গোটা জেলায় রক্তের জন্য মানুষকে ছুটে বেড়াতে হবে না।
কীভাবে কাজ করবে অ্যাপ্লিকেশনটি ?
অ্যাপ নির্মাতাদের তরফ থেকেই জানানো হয়েছে এই অ্যাপ্লিকেশনের কার্যকারিতা সম্পর্কে । তাদের কথায়, কোন রোগীর যদি O+ গ্রুপের রক্তের প্রয়োজন হয় এবং ব্লাড ব্যাঙ্কে সেই রক্ত না পাওয়া যায় তাহলে রোগীর পরিবার লক্ষ্মীপুর রেড লাভ অ্যাপের সাহায্য নিতে পারেন।
এই অ্যাপ এর মধ্যে থাকছে সক্রিয় ও নিষ্ক্রিয় রক্তদাতাদের তালিকা,এতে করে যদি কারো রক্তের প্রয়োজন হয় তা হলে মূহুর্তের মধ্যে যেই গ্রুপের রক্ত প্রয়োজন সেই গ্রুপের সক্রিয় রক্তদাতার সাথে সরাসরি যোগাযোগ করে রপ্ত মেনেজ করতে পারবে।এতে করে সময়,শ্রম,দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে,এবং যারা রক্ত দিয়ে মানবতার সেবা করতে চান তারা খুব সহজে এই অ্যাপ এর মধ্যে গিয়ে রক্তদাতা হতে পারবেন।এবং অহেতুক যাতে কেউ বিরক্ত না করে সেই ব্যবস্থা। স্বল্প সময়ে সঠিক সেবা পান, নিশ্চিন্ত থাকুন।এছাড়াও জরুরি মুহূর্তে,আরও বহুমাত্রিক সেবা পেয়ে যাচ্ছেন এক অ্যাপেই এবং বিনামূল্যে।
0Share