আমাদের প্রিয় পৃথিবী আজ মৃ্ত্যুর মুখোমুখি পতিত। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। জীবনের প্রথম লকডাউন পার করছি সবাই।
প্রিয় লক্ষ্মীপুরবাসী, এ অবস্থায় যদি জিজ্ঞাসা করি কেমন আছেন ? তবে তা হবে হাস্যকর। বুঁঝি আতংকের মাঝেই বেঁচে থাকার শেষ চেষ্টা চলছে সবখানে।
প্রিয় লক্ষ্মীপুরের প্রবাসী ভাইয়েরা, আপনাদের প্রতি আমাদের আচরণ রুঢ়ই হচ্ছে বলে মনে করি। কিন্ত প্রত্যেকেরই বাচাঁর স্বার্থে এ আচরণকে মানতে হবে। আপনাদের এ অসহায়ত্ব দেখে আমাদেরও কষ্ট লাগছে। কারণ আপনারা তো আমাদেরই বাবা, চাচা, ভাই, বন্ধু বা স্বজন। মনে রাখবেন, আমরা বেঁচে থাকলেই সর্ম্পক থাকবে। তাই প্রত্যেকের বাঁচার স্বার্থে এ সিদ্ধান্ত গুলো কে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
দেশে বিদেশে অবস্থানরত মেঘনাপাড়ের লক্ষ্মীপুরবাসী ভাইয়েরা । আশা করি প্রত্যেকেই নিজ নিজ নিরাপত্তার জন্যই ঘরে আছেন। ঘরে বন্দি থাকা অবস্থায় নিজ নিজ ধর্মীয় কাজে মনোযোগি হোন। সবাই বিধাতাকে স্মরণ করুন। সবাই যার যার সৃষ্টিকর্তার নিকট এ মহামারি থেকে রক্ষা পাওয়ার দোয়া করুন।
তবে বিশেষ কোন প্রয়োজনে ঘরের বের হলে, নিরাপত্তা নিয়ে বের হবেন। যেখানেই থাকুন আপনার সামনে ঘটে যাওয়া যে কোন ব্যতিক্রম দৃশ্যের ছবি বা ভিডিও সম্ভব হলে আপনার মোবাইল ক্যামরায় ধারণ করুন। আর তা আমাদের সাথে শেয়ার করুন। জানিয়ে দিন পুরো দুনিয়াকে।
শেয়ার করুন আপনার বা আপনার এলাকার সুখ, দুঃখ বা আপনাদের ভালোলাগা কোন গল্প বা খবর। আমার আশা করি প্রত্যেকেই এ অবসর সময়গুলোতে একে অপরের সাথে ভালোভাবে শেয়ার করবেন। নিশ্চয়ই আমরা আবার সবাই এক সাথে মিলিত হবো।
আপনারা দেশ বিদেশে ঘরে বা বাহিরে যে কোন জায়গায় থাকা অবস্থায় লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতি মুহুর্তে লক্ষ্মীপুর জেলাসহ দেশ বিদেশের ঘটে যাওয়া সংবাদগুলো যাচাই করে আপনাদের জন্য সরবরাহ করছে।
এ মহাদূর্যোগকালীন সময়ে আমাদের সংবাদকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য খবর আর তথ্য সরবরাহ করছে। আমাদের সবার প্রচেষ্টায় একদিন নিশ্চয়ই এ দেশ এ পৃথিবী শংকা মুক্ত হবে। আমাদের জন্য দোয়া করবেন।
ইতি
সম্পাদক, লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
আমাদের নিকট যে কোন তথ্য বা সংবাদ পাঠাতে ইমেইল বা ফেসবুক ম্যাচেঞ্জার ব্যবহার করুন:
ঠিকানা:
ইমেইল : news@lakshmipur24.com
ফেসবুক ম্যাচেঞ্জার m.me/lakshmipur24
ফেসবুকে লাইক দিয়ে সব সময় যুক্ত থাকুন: www.facebook.com/lakshmipur24
ইউটিউবে সাবস্ক্রাইব করুন: www.youtube.com/lakshmipur24
গুগল প্লে স্টোরে গিয়ে lakshmipur24 লিখে সার্চ দিয়ে আমাদের অ্যাপস ডাউনলোড করেও লক্ষ্মীপুরটোয়েন্টিফোর পড়তে পারেন।
0Share