নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর
লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ডিজিটাল মিডিয়া ও অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ( Lakshmipur24 ) বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নিবন্ধন পেয়েছে। বুধবার ( ৮ জানুয়ারি ) তথ্য অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে সনদ প্রদান করেছে।
এর আগে গত ৯ ডিসেম্বর ২০২৪ তারিখে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
নিবন্ধন দেয়ার মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট খবরাখবর প্রচারে নতুন আশার সূচনা হলো বলে মনে করছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সাথে সংশ্লিষ্টজনরা। ২০১৫ সালের ৯ ডিসেম্বর নিবন্ধন চেয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে আবেদন করা হয়। আবেদনের ৯ বছর পর নিবন্ধনের সুখবর পেলো অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪।
পত্রিকাটির সূত্রে জানা গেছে, ইন্টারনেটে সংবাদপত্র পরিবেশনের উদ্দেশ্য নিয়ে ২০১২ সালের ২৬ মার্চ উপকূলীয় জেলা লক্ষ্মীপুর থেকে আনুষ্ঠানিক সংবাদ পরিবেশন শুরু করে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর। শুরু থেকেই উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নানা সংবাদ ও সংবাদ বিশ্লেষণ প্রচার ও প্রকাশ করছে লক্ষ্মীপুর২৪।
সংবাদ পরিবেশনের পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ, গবেষণা ও সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। সে কারণে অল্প সময়ের ব্যবধানে দেশী বিদেশী পাঠকদের নিকট ব্যাপক জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয় লক্ষ্মীপুর২৪।
অঞ্চল ভিত্তিক সংবাদপত্রের মধ্যে বাংলাদেশে লড়াই করে টিকে থাকা পত্রিকার একটি লক্ষ্মীপুরটোয়েন্টিাফোর। এতে কাজ করছে সুশিক্ষিত ও প্রশিক্ষিত সাংবাদিকরা।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের অসংখ্য সফল উদ্যোগ রয়েছে। এগুলোর মধ্যে ২০১৮ সালে বের হয় লক্ষ্মীপুর জেলার ইতিহাস ভিত্তিক গ্রন্থ লক্ষ্মীপুর ডায়েরি।
২০২০ সালের ৯ মে থেকে ডিজিটাল মাধ্যমে শুরু হয় নোয়াখাইল্লা আঞ্চলিক ভাষার অনুষ্ঠান ”হাতদিনের লক্কুরা’। জনপ্রিয় এ অনুষ্ঠানের উপস্থাপক আলা উদ্দিন সাজু। ২০২০ সালের ৮ ডিসেম্বর তারিখে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রকাশ করে লক্ষ্মীপুর জেলার থীম সং সেজন বাহাদুর ।
লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানা ও সংরক্ষণে অদ্বিতীয় মাধ্যমে পরিণত হচ্ছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর। সংবাদপত্রের পাশাপাশি লক্ষ্মীপুর জেলাকে বিভিন্ন ভাবে দেশে বিদেশে ব্যান্ডিং করে আসছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সকল পাঠক ও অনলাইন দর্শকদের শুভেচ্ছা।
0Share