লক্ষ্মীপুর জেলার সংবাদ ও তথ্য ভিত্তিক অনলাইন গণমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর নতুন একটি অনুষ্ঠান প্রচার শুরু করেছে। “হাতদিনের লক্কুরা’’ এ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাতে প্রচারিত হচ্ছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ইউটিউব এবং ফেসবুক পেইজে। অনুষ্ঠানটিতে বিগত সাত দিনে লক্ষ্মীপুর জেলায় ঘটে যাওয়া উল্লেখযোগ্য খবরগুলো আঞ্চলিক ভাষায় উপস্থাপন করছে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন, বিনোদন সাংবাদিক আলা উদ্দিন সাজু, প্রযোজনা, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক সানা উল্লাহ সানু। আর অনুষ্ঠানটির তথ্যগত সহযোগী হিসেবে আছেন, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক জুনাইদ আল হাবিব।
ভবিষ্যতে আঞ্চলিক ভাষায় লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের আরো কয়েকটি সংবাদ ও বিনোদন ভিত্তিক অনুষ্ঠান প্রচার প্রক্রিয়াধীন রয়েছে।
কেন আঞ্চলিক ভাষায় সংবাদ ? এমন প্রশ্নের জবাবে সানা উল্লাহ সানু জানান, আপনারা জানেন, লক্ষ্মীপুর জেলা গঠিত হয়েছে সাবেক নোয়াখালী থেকে। তাই আমাদের নানা সংস্কৃতিতে নোয়াখালী শব্দটি মিলে মিশে একাকার। কিন্তু এর মধ্যে আমাদের সবার নিকট অতিপ্রিয় নোয়াখালীর আঞ্চলিক ভাষা বাংলা সাহিত্যকে দিয়েছে এক ভিন্ন মর্যাদা। আমাদের লক্ষ্মীপুর এলাকার প্রায় ৯০ ভাগ মানুষ দৈনন্দিন কথা বার্তায় আঞ্চলিক ভাষা ব্যবহার করে।
সেকারণে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর সিদ্ধান্ত নিয়েছে সপ্তাহে অন্তত একদিন আঞ্চলিক ভাষায় সংবাদ প্রকাশ করবে। আঞ্চলিক ভাষাকে টিকিয়ে রাখতে লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের এ প্রয়াস। বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ নোয়াখালীর আঞ্চলিক ভাষাকে টিকিয়ে রাখতে আমাদের এ প্রয়াসে পাঠক ও দর্শকরা সহযোগীতা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিগত (৯ মে থেকে ১৫ মে ২০২০) পর্যন্ত এ সাত দিনের ঘটনা নিয়ে প্রচারিত অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে:
ফেসবুকে দেখতে :
ঘোষণা দেখতে:
0Share