লক্ষ্মীপুর জেলা থেকে প্রকাশিত ভিন্নধারার অনলাইন সংবাদমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকমের ফেসবুক পেইজে দুই লাখ ফলোয়ারের মাইলফলক অতিক্রম করেছে। সোমবার (১২ অক্টোবর) লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের ফেসবুক পেইজে ফলোয়ার সংখ্যা ২ লাখ ছুঁয়ে যায়। একই সময়ে ইউটিউবেও ৬৫ হাজার ফলোয়ার অতিক্রম করে। ওয়েবসাইট, অ্যাপসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব এবং টুইটারেও জনপ্রিয় সংবাদ মাধ্যমে পরিণত হয়েছে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম।
এ পরিবারে যুক্ত হওয়ার জন্য সকল পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিবাদন ও শুভেচ্ছা জানিয়েছে সম্পাদক সানা উল্লাহ সানু।
’’বিশ্বব্যাপী লক্ষ্মীপুর” স্লোগানকে সঙ্গী করে নিউজ পোর্টালটি যাত্রা শুরু করে ২০১২ সালের ২৬ মার্চ। প্রতিষ্ঠার পর দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী পাঠকের কাছে অত্যন্ত পছন্দের পত্রিকা হিসেবে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম বিশেষ স্থান করে নিয়েছে।
লক্ষ্মীপুর তথা বৃহত্তর নোয়াখালীর গুরুত্বপূর্ণ খবরের জন্য পাঠকদের ভরসার অন্যতম প্রধান জায়গা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর । আর সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুকেও প্রতি মুহূর্তে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম এর সংবাদ ছড়িয়ে দিচ্ছেন পাঠকরাই।
সংবাদমাধ্যমটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, সানা উল্লাহ সানু। এতে অনেকগুলো বিভাগে জেলার গুরুত্বপূর্ন সংবাদের পাশাপাশি প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে। চলতি বছরের ৯ মে থেকে সাত দিনের ঘটনা নিয়ে প্রচারিত হচ্ছে আঞ্চলিক ভাষার অনুষ্ঠান ’’হাতদিনের লক্কুরা’’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন, লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের নির্বাহী সম্পাদক আলা উদ্দিন সাজু।
0Share