নিজস্বপ্রতিনিধি
লক্ষ্মীপুরটোয়েন্টিফোর শুরু থেকেই উপকূলবাসীর কথা বলে আসছে, উপকূলের সমস্যা ও উন্নয়নের সাথে লক্ষ্মীপুর২৪ নিবিড় ভাবে জড়িত। অনলাইন নিউজপোর্টাল লক্ষ্মীপুর২৪ এর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আঞ্চলিক সংবাদপত্রের ভূমিকা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন অতিথিরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২৬ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর শহরে এ সভার আয়োজন করে লক্ষ্মীপুর২৪।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক সানা উল্যা সানুর সঞ্চালনায় এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে মতামত তুলে ধরেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, দৈনিক কালেরপ্রবাহ পত্রিকার সম্পাদক কাজী মাকছুদুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাংবাদিক কাজল কায়েস, শাকের মাহমুদ রাসেল, নিজাম উদ্দিন, নাজিম উদ্দিন রানা, জামাল উদ্দিন রাফি, হাসান মাহমুদ রনি, রাকিব হোসান রনি।
এসময় লক্ষ্মীপুর জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সহকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদপত্র পাঠকদের জন্য ২০১২ সালের ২৬ মার্চ লক্ষ্মীপুর জেলা থেকে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ইন্টারনেট ভিত্তিক পত্রিকা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর।
55Share