সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সাংবাদিক মাজেদুল নয়নের ভ্রমণকাহিনী ‌'উইথআউট বর্ডার'

সাংবাদিক মাজেদুল নয়নের ভ্রমণকাহিনী ‌’উইথআউট বর্ডার’

0
Share

সাংবাদিক মাজেদুল নয়নের ভ্রমণকাহিনী ‌’উইথআউট বর্ডার’

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদন: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক মাজেদুল নয়নের প্রথম ভ্রমন কাহিনী ‌’উইথআউট বর্ডার।’ পুথিনিলয় থেকে বইটি প্রকাশিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে মেলায় পাওয়া যাচ্ছে। ২০১৫ সালের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী র‌্যালীতেবাংলাদেশি সাংবাদিক হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। বাংলাদেশের তিন দিকে ভারতের রাজ্যগুলো এবং ভুটানের পশ্চিম থেকে পূর্ব দিক পাড়ি দেয় এই র্যালী। সাধারনত বাংলাদেশি পর্যটকরা ভারতের দিল্লী, আগ্রা, শিমলা, চেন্নাই, মানালি বা দার্জিলিংয়ে ঘুরতে যান। সেদিক থেকে ওড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, আসাম, হিমালয় বেষ্টিত রাজ্যগুলো বলতে গেলে কিছুটা অফট্র্যাক। আর সিকিমতো বাংলাদেশিদের জন্যে নিষিদ্ধই!

তবে রাষ্ট্রীয় সফর হওয়াতে এসব স্থানে গাড়িতে করে ভ্রমনে তার অসুবিধা হয়নি। এছাড়াও বইটিতে রয়েছে ভারতের মেঘালয়, ত্রিপুরা, ভুটানের ফুয়েনসলিং থেকে শুরু করে থিম্পু আর মনগারের ভ্রমন অভিজ্ঞতার কথা। এই ভ্রমন কাহিনীর প্রতিটি পাতায় পাঠকের জন্য রয়েছে নতুন নতুন দৃশ্যপট, যাতে পাঠকের মনে হবে তিনিই অংশ নিয়েছেন এই যাত্রায়। এখানে রয়েছে বাংলাদেশের ফেনীর পরশুরাম থেকে চট্টগ্রাম ও ঢাকা হয়ে যশোরের বেনাপোল সীমান্ত ভ্রমনের কথাও। সেখানে ভিনদেশীদের চোখে বাংলাদেশকে দেখেছেন লেখক।

গাড়িতে করে সাড়ে ৪ হাজার কিলোমিটারে এই দীর্ঘ ভ্রমনের অভিজ্ঞতা একদমই সহজ ছিল না। এর মাঝে এই বিস্তৃত জনপদের মানুষের ভাষা, পোষাক, আহার, সংস্কৃতি, বিশেষ জনদের দেথা পেয়েছেন তিনি। এর সবই উঠে এসেছে বইটিতে। ভ্রমণের এই অভিজ্ঞতাকে অনেক তথ্যে ভারাক্রান্ত না করে বইটিকে করা হয়েছে সাধারনের পাঠ উপযোগী ও সহজবোধ্য। যে কোন বয়সের পাঠকই বইটি পড়তে পারবেন স্বাচ্ছন্দ্যে। মেলা চলাকালীন সময়ে ২৫ শতাংশ কমিশনে বইটি পাওয়া যাবে ১৩৫ টাকায়।

লেখক মাজেদুল নয়নের পরিচিতি: লেখক মাজেদুল নয়ন কাজ করছেন দেশের অন্যতম শীর্ষ অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট পদে। সৃজনশীল এ প্রতিভাবান সাংবাদিক এবং তরুণ লেখকের জন্ম লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার চণ্ডিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক ডিগ্রী শেষে যুক্ত হয়েছেন সাংবাদিকতায়।

২০১১ সালের জুন মাসে যোগদেন বাংলানিউজে। বাংলানিউজে প্রতিদিনই দূর্দান্ত সব প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছেন তিনি। সাংবাদিকতায় পেয়েছেন বেশ কিছু সম্মাননা আর পুরস্কারও। এগুলোর মধ্যে তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১১ সালের মে মাসে জন হোপ কিংগস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ এবং প্রজ্ঞার পক্ষ থেকে সেরা সাংবাদিকতা মিডিয়া অ্যাওয়ার্ড পান তিনি। ২০১৬ সালে পেয়েছেন মিনা পুরস্কার।

মাজেদুল নয়ন খুব অল্প সময়ের মধ্যে মিডিয়া জগতে একজন যোগ্য সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের ৫০টি জেলা চষে বেড়িয়েছেন তিনি। ঘুরে ঘুরে এ দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ-সংস্কৃতির অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে নজর কেড়েছেন সচেতন পাঠকের।বিদেশে গিয়েও সাংবাদিকতা করার অভিজ্ঞতা রয়েছে লক্ষ্মীপুরের এ কৃতি সাংবাদিকের।

মিডিয়া | সোস্যালমিডিয়া আরও সংবাদ

৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় পাঠাগার সম্মেলন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপে নির্বাচিত হলেন লক্ষ্মীপুরের জিয়া

কমলনগর প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

মিসু সাহা’র পিতার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির  সভাপতি মিঠু, সম্পাদক মুসা

লক্ষ্মীপুরে ২ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com