নোয়াখালীর মতো পুরো উপকূলীয় অঞ্চলে সাংবাদিকতাকে ভিন্নধারায় চিন্তা করতে হবে। এ অঞ্চলে সাংবাদের ইস্যু, সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, সমস্যা ও সম্ভাবনা সমূহ সাংবাদিকদেরই চিহ্নিত করতে হবে। উপকূলীয় অঞ্চলে সাংবাদিকদের মধ্যে থাকবে মধুর সম্পর্ক’।
বুধবার (২০ মার্চ) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে অনুষ্ঠিত মতবনিময় সভায় অতিথি হিসেবে কোস্টাল জার্নালিস্ট নেটওয়ার্কের প্রধান সমন্বয়ক সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু এ সব কথা বলেন। তিনি আরো বলেন, উপকূলীয় অঞ্চলের জন্য সাংবাদিকতা হচ্ছে একটি চ্যালেঞ্জ।
সাংবাদিক আবু নাছের মঞ্জুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুপ্র’র জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম মাসুদ, সাংবাদিক মাহমুদুল হক ফয়েজ, জামাল হোসেন বিষাদ, বিকাশ সরকার, আকবর হোসেন সোহাগ, মো: হানিফ, নাছির উদ্দিন বাদল, মিজানুর রহমান, মোতাসিম বিল্লাহ সবুজ, সুমন ভৌমিক, আবদুল রহিম প্রমুখ।
বক্তারা উপকূলীয় অঞ্চলে সাংবাদিকদের পেশাগত ঝুঁকি, সমস্যা, সম্ভাবনা, সংবাদের ইস্যু ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় নভেম্বর আসে ভোলার চর কুকরি মুকরিতে উপকূলীয় অঞ্চলের সাংবাদিকদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠানের প্রস্ততি নিয়ে আলোচনা হয়। এ সময় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩২ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
0Share