নিজস্ব প্রতিনিধি, ঢাকা
লক্ষ্মীপুরের প্রতিভাবান তরুণ রায়হান চৌধুরী আন্তর্জাতিক মঞ্চে লক্ষ্মীপুর তথা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের এই শিক্ষার্থী দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত কমিউনিটি ডিজিটাল স্টোরিটেলিং ফেস্টিভ্যাল এ চ্যাম্পিয়ন হয়েছেন।
বিশ্বের ১৮টি দেশ থেকে অংশ নেওয়া ১৫৩টি ফিল্ম ও ডকুমেন্টারির মধ্যে তার নির্মিত “The Story of the Fisherman” ডকুমেন্টারিটি জার্নালিজম বিভাগে সেরা হয়েছে।
এই ডকুমেন্টারিতে তিনি লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা ও তাদের সংগ্রামকে কেন্দ্র করে গল্প তুলে ধরেছেন। যেখানে উপকূলীয় মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, প্রতিদিনের কঠোর পরিশ্রম এবং টিকে থাকার লড়াই গভীরভাবে ফুটে উঠেছে। তার নির্মাণশৈলী বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন।
রায়হান চৌধুরী বলেন, নিজের মানুষের জীবন সংগ্রাম তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত। তার উপর এই অর্জন আমাকে তাদের নিয়ে কাজ করার জন্য আরও বেশী অনুপ্রাণিত করবে। এই অর্জন শুধু আমার নয়, এটালক্ষ্মীপুরসহ পুরো বাংলাদেশের অর্জন। নিজের জন্মভূমিকে সবার সামনে তুলে ধরার মতো আনন্দ প্রকাশ করার ভাষা নেই। আমি সবার প্রতি কৃতজ্ঞ।
330Share