লক্ষ্মীপুর জেলা থেকে প্রকাশিত এ সময়ের প্রভাবশালী আঞ্চলিক দৈনিক পত্রিকা “নতুন চাঁদ” ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পর্দাপণ করেছে। এ উপলক্ষ্যে পত্রিকারটি সকল সম্পাদক ও প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ডিজিটাল নিউজ মিডিয়া লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
এ উপলক্ষ্যে ৬ নভেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাব আঙ্গিনায় এক অনুষ্ঠানের আয়োজন করেছে ণতুন চাঁদ। পত্রিকাটির ফেসবুক পেইজের এক ইভেন্টের মাধ্যমে তা জানানো হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্নস্তরের নাগরিকরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।
স্থানীয় ভাবে জানা যায়, ২০০৫ সালের এদিন লক্ষ্মীপুরের প্রতিথযশা সাংবাদিক হোসাইন আহমেদ হেলালের সম্পাদনায় লক্ষ্মীপুর থেকে প্রকাশিত হয় দৈনিক নতুন চাঁদ। শুরুতে এর নির্বাহী সম্পাদক শওকত মাহমুদের পরিচালনায় নোয়াখালীর চৌমুহনীর ইউনিক প্রেস এন্ড প্যাকেজেস থেকে প্রকাশিত হয় “দৈনিক নতুন চাঁদ”।
লক্ষ্মীপুর জেলার বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিবেদন, আর তৃণমূলের বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ পরিবেশনের কারণে ব্যাপক পাঠক প্রিয়তা পায় পত্রিকাটি। একাধারে বেশ কয়েক বছর পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হওয়ার পর নানাবিধ কারণে মধ্যবর্তী কিছু সময় পত্রিকাটি অনিয়মিত প্রকাশিত হচ্ছিল। অবশেষে গত কয়েক বছর থেকে আবার নিয়মিত পাঠকের হাতে যাচ্ছে নতুন চাঁদ।
দৈনিক নতুন চাঁদ ছিল লক্ষ্মীপুরের ইতিহাসে আলোচিত পত্রিকা । এ পত্রিকার মাধ্যমে লক্ষ্মীপুরে বহু নতুন সাংবাদিক তৈরি হয়।
লক্ষ্মীপুর ছোট জেলা হলেও এ জেলায় পত্রপত্রিকা প্রকাশের ইতিহাস দীর্ঘ। লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার তথ্যানুসারে বর্তমানে (২০২১) লক্ষ্মীপুর থেকে ২৪টি দৈনিক ৭টি সাপ্তাহিক ৪ টি মাসিক পত্রিকা প্রকাশের অনুমোদন রয়েছে।
এর বাহিরে লক্ষ্মীপুর বিষয় নিয়ে ঢাকা থেকে ১ টি সাপ্তাহিক ও ১ টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। তাছাড়া বর্তমানে লক্ষ্মীপুর থেকে বেশ কয়েকটি অনলাইন পত্রিকা প্রকাশিত হলেও অনলাইন পত্রিকা প্রকাশনার জন্য ২০১৫ সালে তথ্য মন্ত্রনালয়ে লক্ষ্মীপুরের ১৩টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন দাখিল করেছে । যার মধ্যে একটি অনলাইন নিববন্ধন পেয়েছে বাকিগুলোর মধ্যে আরো কয়েকটি নিববন্ধন প্রাপ্তির অপেক্ষায় রয়েছে।
লক্ষ্মীপুর জেলার বেশ কয়েকজন সাংবাদিক ইতোমধ্যে দেশ সেরা সাংবাদিক হিসাবে পুরো রাষ্ট্রে খ্যাতি অর্জন করেছেন।
0Share