নিজস্ব প্রতিনিধি | বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি পেয়েছেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আতোয়ার রহমান মনির। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ সফিক আহাম্মেদ আনুষ্ঠানিক ভাবে তার হাতে পদোন্নতিপত্র তুলে দেন।
এর আগে আতোয়ার রহমান মনির একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।
পদোন্নতি নিয়ে আতোয়ার রহমান মনির বলেন, “প্রিয় কর্মস্থল একাত্তর টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেয়েছি । সবার দোয়া ও ভালোবাসায় সামনে আরও দায়িত্বশীল হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এই কৃতিত্বের অংশীদার সবাই। পদোন্নতিতে প্রমাণিত হয় আমার কাজের মূল্যায়ন হয়েছে।
0Share