ভিটামিন `এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন `এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ গোলাম ছারওয়ার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লিটন কুমার নাথ সহ প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার বলেন, সারাদেশের ন্যায় রামগতি উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৮৫ টিকা কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১২৯ জন (নীল রঙের) এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ৯৫০ জন (লাল রঙের) শিশুদের ১টি ভিটামিন ’এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
তিনি আরো বলেন, এ কার্যক্রমে ২৪ জন স্বাস্থ্য সহকারী ৩০ জন পরিবার কল্যাণ সহকারী ২০ জন সিএইচসিপি ৩৭০ জন স্বেচ্ছাসেবী ও বিভিন্ন পর্যায়ের ৩০ জন সুপারভাইজার এ ক্যাম্পেইনের দায়িত্ব পালন করেছেন। ভিটামিন “এ ” ক্যাপসুল শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়।
মিসু সাহা নিক্কন/বার্তা/23
12Share