সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে মুছার খালে সেতুর অভাবে দুর্ভোগে কৃষক

লক্ষ্মীপুরে মুছার খালে সেতুর অভাবে দুর্ভোগে কৃষক

273
Share

লক্ষ্মীপুরে মুছার খালে সেতুর অভাবে দুর্ভোগে কৃষক

ডাঃ আবদুল বারেক। পেশায় একজন পল্লী চিকিৎসক হলেও মৌসুমি ফসল উৎপাদনে আগ্রহ তাঁর বেশি। গ্রামের কৃষকদের সাথে নিয়ে মধ্য চররমনীমোহন এলাকার মুছার খালের ওপারে চরের বিশাল এলাকা জুড়ে কলা, সুপারি, ডাব, সয়াবিন, ধানসহ মৌসুমি ফসল আবাদ করছেন তিনি। তবে উৎপাদিত এসব ফসল মুছার খাল পাড়ি দিয়ে স্থানীয় বাজারে আনতে ভোগান্তিতে পড়তে হয় তাঁকে। শুধু তিনিই নন, সেতু না থাকায় উৎপাদিত ফসল ঝুঁকি নিয়ে এ পাড়ে আনতে ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে। ফলে বাড়তি খরচের কারণে অনেক কৃষকই ক্ষেতের ফসল কম দামে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে।

জানান যায়, সদর উপজেলার চররমনীমোহন ইউনিয়নের মধ্য চররমনী মোহন এলাকার মুছার খালের ওপারে রয়েছে কয়েকশত একর আবাদি জমি। এ চরে কয়েকশত পরিবার বসবাস করেন। এ চরে উৎপাদিত ফসল মজুচৌধুরীহাট এলাকাসহ জেলার বিভিন্নস্থানে বিক্রি করেন স্থানীয় কৃষকরা। মুছার খালের ওপারে যেতে নেই কোনো সেতু। ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু দিয়েই আতঙ্ক নিয়ে পার হতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। সেতু না থাকায় স্কুল পড়ুয়া শিক্ষার্থী, পণ্য নিয়ে বাজারে যেতে ও চিকিৎসা সেবা পেতে শহরে যেতে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

স্থানীয় ডাঃ আবদুল বারেক, মিয়া চাঁন, সবুরা খাতুন ও তহুরা খাতুনসহ কয়েকজন জানান, জনপ্রতিনিধিরা বারবার আশ^াস দিলেও তা আর বাস্তবায়ন হয়নি। তাদের চলাচলের জন্য মুছা খালের উপর কোনো সেতু না থাকায় প্রতিনিয়ত পড়তে হচ্ছে ভোগান্তিতে। একদিকে উৎপাদিত শস্য বাজারে আনতে যেমন কষ্ট হচ্ছে তেমনি শ্রমিক খরচও বাড়ছে। সেতু না থাকায় কাঁধে কিংবা নৌকা দিয়ে নানা শঙ্কা নিয়ে পার হতে হয় তাদের। অতিদ্রুত মুছা খালের উপর একটি সেতু নির্মাণের দাবি জানান তারা।

স্থানীয় চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল জানান, জনগুরুত্বপূর্ণ ও অবহেলিত এই এলাকায় চলাচলের জন্য একটি সেতুর প্রয়োজন। সরকারের যেকোনো প্রকল্পের আওতায় এখানে একটি সেতু বরাদ্দ দেয়ার দাবি জানান এই জনপ্রতিনিধি।

সমস্যা | প্রত্যাশা আরও সংবাদ

চার দফা দাবিতে রামগতি ফারিয়া’র প্রতিবাদ সমাবেশ

লক্ষ্মীপুরে মুছার খালে সেতুর অভাবে দুর্ভোগে কৃষক

রামগতি-ভোলা নৌ-রুটে চালু হচ্ছে বিআইডব্লিউটিসি’র সি ট্রাক সার্ভিস

লক্ষ্মীপুরে সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

সড়ক ভেঙ্গে পুকুরে, চলাচলে ভোগান্তি

মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে রামগতিতে মানববন্ধন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012-2022
Chief Mentor: Rafiqul Islam Montu, Editor & Publisher: Sana Ullah Sanu.
Muktijudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794 822222, WhatsApp , email: news@lakshmipur24.com