লক্ষ্মীপুর সদর উপজেলার মন্ডলতলী থেকে কাফিলাতলী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিটুমিন ও কণা সরে গিয়ে পলেস্তার উঠে গেছে অনেক আগেই। উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের একটি জনগুরুত্বপূর্ণ সড়ক এটি। এক সময় এ সড়ক দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও যানবাহন চলাচল করতো ব্যাপক। সড়কের বেহাল দশার কারণে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে তাদের। এতে করে নষ্ট হচ্ছে কর্ম ঘন্টা, আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এ পথে চলাচলকারীরা।
স্থানীয় মামুন, তসলিম উদ্দিন, হাফিজ উল্ল্যাহসহ কয়েকজন বলেন, এসড়কটি সংস্কারের উদ্যোগ কয়েকবার নেয়া হলেও তা আর আলোর মুখ দেখেনি। দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে তারা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্ডলতলী বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেক মাষ্টার জানালেন, দালালবাজার থেকে সহজে এ পথ দিয়ে পণ্যবাহী ট্রাকসহ যানবাহন চলাচল করতো। এতে করে সময় যেমন বাঁচতো, তেমনি আর্থিকভাবেও লাভবান হতো ব্যবসায়ীরা। কিন্তু দীর্ঘ ১৪ বছরেও এসড়কটি মেরামত না করায় যানচলাচলতো দূরের কথা মানুষ চলাচল করতেও কষ্ট হয়।
এদিকে অগ্রাধিকার ভিত্তিতে পুরাতন ও জনগুরুত্বপূর্ণ সড়ক মেরামতের কথা জানালেন এলজিইডির লক্ষ্মীপুর সদর উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
455Share