লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে এবার পপি নামের আরো এক ছাত্রী সন্ত্রাসীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পার্বতী নগর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতীত ছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই
এলাকার স্থানীয় হাসনাবাদ মহিলা মাদ্রাসায ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া কামরুন্নাহার সুমিকে ব্লেট দিয়ে খুছিয়ে শারীরিক নির্যাতন করার পর ওই ঘটনার মামলার স্বাক্ষী হন পপি আক্তার। পপি একই মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রী ও মোঃ হারুনের মেয়ে। এ দিকে পপিকে নির্যাতনের সাথে জড়িত তসলিম নামে এক ব্যাক্তিকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে জনতা। তাকেও পুলিশি পাহারায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৭ আগষ্ট (বৃহস্পতিবার) সদর উপজেলার সোনাপুর এলাকার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কামরুন নাহার সুমি নামের এক ছাত্রী মাদ্রাসায় যাওয়ার পথে একটি বাগানে নিয়ে গাছের সাথে হাত-পা দিয়ে ব্লেট দিয়ে খুঁছিয়ে নির্যাতন করে সন্ত্রাসীরা। এ মামলার স্বাক্ষী হওয়ায় এদিন দুপুরে পপি আক্তার নিজ বাড়ি থেকে ওই নির্যাতিত ছাত্রী সুমিকে দেখতে যাওয়ার পথে তার পথরোধ করে কিরণ, ভুলু, তসলিম ও কাজল সহ সন্ত্রাসীরা। পরে তারা পপিকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি সুপারি বাগানে নিয়ে মুখে ওড়না পেছিয়ে মাথায় আঘাত ও ইনজেকশানের সিরিজ দিয়ে দুই হাতে এঁকে শারীরিক নির্যাতন করে। পরে স্থানীয়রা পপিকে আহত অবস্থায় বাগানে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার বিচার দাবী করেন ভিকটিম পরিবার।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার নুরুল আলম হোসেন কামালের সাথে একই এলাকার শাহ আলম গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ২৭ অক্টোবর (বৃহস্পতিবার) কামালের মেয়ে কামরুন নাহার সুমিকে মাদ্রাসায় যাওয়ার পথে স্থানীয় ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি বাগানে নিয়ে গাছের সাথে হাত-পা বেঁধে ব্লেট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শাহ আলম বাবুলের ছেলে কিরন ও ভুলুসহ স্থানীয় বাসার বাহিনীর সন্ত্রাসীরা। এ মামলার প্রধান স্বাক্ষী ছিলেন ওই নির্যাতিত ছাত্রীর সহপাঠি পপি আক্তার।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় স্বাক্ষী যেন না দিতে পারে এ কারনে পপি আক্তারকে নির্যাতন করেছে সন্ত্রাসীরা। পুরিশ তাৎক্ষনিক একজনকে আটক করেছে বলে জানান তিনি।
0Share