রামগতি: রামগতির মেঘনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দায়ী জেলেদের কারাদন্ড দেয়া হয়। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকার করছিলো। খবর পেয়ে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদেরকে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়।
কমলনগর: কমলনগরে মা ইলিশ শিকারের দায়ে এক জেলের ২ বছরের কারাদন্ড ও তিন জেলের এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ রায় দেন। এর আগে দুপুর ১২ টার দিকে জেলেরা উপজেলার মেঘনা নদীর পেতনার খাল এলাকায় মা ইলিশ শিকার করছিলো। খবর পেয়ে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ১ হাজার মিটার জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়।
দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন রামগতি উপজেলা বালুর চর গ্রামের আবদুল করিমের ছেলে মো. আবদুর রহিম (২২)। তাকে ২ বছরের কারাদন্ড দেয়া হয়। এছাড়া,একই গ্রামের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে আক্তার হোসেন (১৮), মো. করিমের ছেলে আবদুল হান্নান (২২) ও নুরুল ইসলামের ছেলে আকবর হোসেন (২০)। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। এ সময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় ১’শ কিলোমিটার এলাকায় মাছধরা নিষিদ্ধ। নিষিদ্ধ সময়ে মা ইলশ শিকার করার দায়ে ১৫জেলের জেল-জরিমানা করা হয়।
0Share