সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর ব্যাপী তিনদিনের “উন্নয়ন মেলা” শুরু

0
Share

লক্ষ্মীপুর ব্যাপী তিনদিনের “উন্নয়ন মেলা” শুরু

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা ও ৫ ঊপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী পৃথক উন্নয়ন মেলা সোমবার থেকে শুরু হয়েছে। লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়। এ উপলক্ষে সকালে ১১টার দিকে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও জেলা পরিষদ প্রশাসক সাবেক অতিরিক্ত সচিব মো. শাসছুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে থেকে শুরু হয়ে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে সেখানে অনুষ্ঠিত হয়, এক আলোচনা সভা।
সভা ও শোভাযাত্রায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজ্জাদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা (রাজস্ব), অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. নূরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফোরকান খান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ প্রমুখ। এ ছাড়াও জেলার অন্যান্য পদস্থ কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহন করেন। এর আগে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক আকাশে বেলুন ও কবুতর উড়িয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
কমলনগর: সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কমলনগর উপজেলা চত্বরে তিনদিন ব্যাপি মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম। বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব ও ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম।
রামগতি: এদিকে, দুপুরে রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন। পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

রামগঞ্জ:  সকাল-১১ঘটিকায় উপজেলা প্রশাসন ৩ দিন ব্যাপী আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য  লায়ন এম এ আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মো: দেলোয়ার হোসেন, সুরাইয়া আক্তার, রামগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (তদন্ত)  মো: সোলায়মান।

 মেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরার নিমিত্ত বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তরসহ মোট ২৫ টি স্টল অংশগ্রহণ করে। প্রধান অতিথি ও মাননীয় সংসদ সদস্য জনাব লায়ন এম এ আউয়াল মহোদয় মেলার প্রতিটি স্টল পরিদর্শন করে সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরা এবং জনগণকে সঠিকভাবে সেবা প্রদানের পরামর্শ প্রদান করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল হক।

রায়পুর: উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “উন্নয়ন মেলায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার,
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামিম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আলম ।

মেলার পাশাপাশি সেখানে আয়োজন করা হয় তিনব্যাপী আলোচনাসভা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সরকারের বিভিন্ন দপ্তরের বিগত দিনসহ বর্তমান কর্মকান্ডের উপর উন্নয়ন এর ওপর পিরিস্তি তুলে ধরা হয়। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখনে মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। তা’হলে আগামী দু’হাজার একুশ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মেলায় অর্ধশত ষ্টল খোলা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, প্রামান্য চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

লক্ষ্মীপুরে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে বিধবা নারী লাঞ্চিত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় বন্যার্তদের মাঝে বিন্যামূল্যে চিকিৎসা সেবা

চন্দ্রগঞ্জে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

নার্সিং মহাপরিচালকের পদত্যাগের দাবিতে কমলনগরে মানববন্ধন

লক্ষ্মীপুরে গর্বিত মা সম্মাননা পেলেন হাফেজ আহম্মেদ ফাহাদের ‘মা’

রায়পুরে কলেজছাত্রকে অপহৃরনের ঘটনায় দু’জন আটক

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com