নিজস্ব প্রতিনিধি: রায়পুরবাসির অনলাইন ভিত্তিক গ্রুপ ‘ সম্ভাবনার রায়পুর’ এর উদ্যোগে রায়পুরের উন্নয়ন ভাবনা শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাটাবনস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়া (বিজেম) কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে রায়পুরে জন্ম গ্রহনকারী রাজনৈতিক, প্রসাশনের উচ্চ পদস্থ কর্মকর্তা,শিল্পপতি ,ব্যবসায়ী এবং সামাজিক গুরুত্বপূর্ন নেতৃবর্গ উপস্থিত হয়ে আলোচনায় অংশ গ্রহন করেন। সাবেক ম্যাজিস্ট্রেট আলী হায়দার চৌধুরীর সভাপত্বিতে এবং কামরুল আল মামুনের সঞ্চালনায় ও বেসরকারী প্রতিষ্ঠান জহিরুল গ্রুপের সহযোগিতা আয়োজিত এ আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা প্রকাশিতব্য দৈনিক নতুন সময়ের নির্বাহী সম্পাদক, লেখক ও সমালোচক জিল্লুর রহমান।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ন মতামত দিয়ে পরামর্শ মূলক বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, যুগ্ম সচিব শাহ আলম, যুগ্ম সচিব মাহমুদ হাসান, মেজর(অব) তাওফিকুর রহমান, ব্রেগেডিয়ার শামসুল হুদা, বেসরকারী বিশ্ববিদ্যালয় বিইউবিটির সহযোগি অধ্যাপক এবং তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহারুল হক, বিজেম পরিচালক মীর্জা তারিকুল কাদির, দৈনিক লাখো কন্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙ্গালী, রায়পুর উপজেলা চেয়ারম্যান জনাব আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র এবিএম জিলানী, রায়পুর রুস্তম আলী কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ, বিশিষ্ট শিল্পপতি টিপু সুলতান, জহিরুল গ্রুপের চেয়ারম্যান জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলাইমান রুবেল, কুয়েত প্রবাসি ব্যবসায়ি ইঞ্জিনিয়ার কাজী মঞ্জুরুল আলম, বিকেএমই’র পরিচালক ও ফতুল্লা এপারেলেেসর ম্যানেজিং ডিরেক্টর ফজলে শামীম এহসান, ডক্টর আবু ইউসুফ, মিল্কভিটার পরিচালক বেল্লাল হোসেন ভুইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম, হারুনের রশীদ, দৈনিক কালের কন্ঠের জিএম এল কে চৌধুরী, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালুদ্দীন, শেখ ফয়জুল্লাহ শিপন, এডভোকেট মারুফ বিন জাকারিয়া প্রমুখ।
ব্যক্তিগত ব্যস্থতার জন্য অনুষ্ঠানে উপস্থিত না হয়ে একাত্মা পোষণ করে মোবাইল ও অনলাইনে শুভেচ্ছা জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল(অব)ডাঃ এএসএম মতিউর রহমান, সাবেক সাংসদ হারুনুর রশীদ, শিল্পপতি মোহাম্মদ আলী খোকন, এসেনশিয়ল ড্রাগসের এমডি, এহসানুল কবীর জগলুল, পুলিশ অফিসার মিরাজুর রহমান পাটোয়ারী।
বক্তারা আঞ্চলিক উন্নয়নে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন জহিরুল গ্রুপ। অনুষ্ঠানে আলোচিত বিষয় ও পরার্মশ গুলোর প্রেক্ষিতে একটি বিশেষ ক্রোড়পত্র অনলাইন পত্রিকা লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম এবং জেলার বেশ কয়েকটি পত্রিকায় শীঘ্রই প্রকাশিত হবে।
0Share