নিজস্ব প্রতিনিধি: কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আবদুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় জানাজা শেষে ফলকন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টম্যান্টের সেকেন্ড ল্যাফটেন্যান্ট তানভীরের নেতৃত্বে এক ব্যাটালিয়ন সেনা সদস্য রাষ্ট্রীয় মর্যাদার অনুষ্ঠানিকতা সম্পন্ন করে দাফন তাকে করেন।
এসময় সেনা প্রধানের পক্ষে মরহুমের কবরে শ্রদ্ধঞ্জলী নিবেদন ও তাঁর সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শুনানো হয়। পরে মরহুমের স্ত্রীকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকা ও নগদ ৩ হাজার টাকা সম্মাননা দেয়া হয়।
এসময় কমলনগর উপজেলা মু্িক্তযোদ্ধা সংসদের কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ফারুক রেজা, স্থানীয় চরফল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, সাহেবেরহাট উইনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের ও কমলনগর থানার উপ পরিদর্শক মো. আজাদা উদ্দিন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আবদুল মালেক শনিবার (৫ ডিসেম্বর) সকালে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ……রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
তিনি ১৯৫০ সালে জন্ম গ্রহন করেন। ১৯৬৯ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ১৯৯৭ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।
0Share