নিজস্ব প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ , রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলেকজান্ডার আসম আবদুর রব কলেজের সাবেক অধ্যক্ষ ও চর বাদাম ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী (৮১) কে বুধবার সকাল (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় জানাযা শেষে উপজেলার চর বাদামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় রামগতি-কমলনগর এবং বৃহত্তম নোয়াখালীর প্রায় কয়েক হাজার মানুষের ঢল নামে। এ সময় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, কমলনগর-রামগতি উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষক, ছাত্রছাত্রীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ৯ টা ৪০ মিনিটে রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের চর সীতা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মরহুমের ভাগিনা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন মিলন মিয়া বলেন, বার্ধক্য তাছাড়াও তিনি উচ্চরক্ত চাপ ও হৃদরোগে ভোগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
0Share