লক্ষ্মীপুর : সন্ত্রাস ও জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের ৩য় দিনে ৩৭সহ মোট ১শ ২৬ ব্যক্তিকে আটক করেছে জেলার ৬টি থানার পুলিশ। ৩য় দিন শনিবার রাত থেকে রোববার (১২জুন) দুপুর ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করা হয়।৩য় দিনের আটকদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৫জন, চন্দ্রগঞ্জে ৩জন, রায়পুর ৬জন, কমলনগরে ৭জন, রামগতিতে ৫জন ও রামগঞ্জের ৪ জন রয়েছে। এর আগে ২য় দিন শুক্রবার (১০ জুন) রাত ১২টা থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত ৩৩ জন এবং ১ম দিন বৃহস্পতিবার (৯ জুন) রাত থেকে শনিবার (১১ জুন) সকাল ১১টা পর্যন্ত মোট ৫৬ ব্যক্তি কেেআটক করা হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান এবং লক্ষ্মীপুর পুলিশ কন্টোলরুম থেকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
লক্ষ্মীপুর জেলা সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। অভিযানে আটকরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। প্রতিদিনই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
0Share