জ্যেষ্ঠ প্রতিবেদক, আলী হোসেন: লক্ষ্মীপুরের কুশাখালী খাল থেকে উদ্ধারকৃত গলাকাটা শিশু ও নারী খুনের ঘটনায় দুইজনকে ঢাকার কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত একজনের নাম আরিফ (১৮) ও আরেকজনের নাম রাবেয়া বেগম (৬০)। বুধবার দুপুরে আরিফকে আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আরিফ সম্পর্কে নিহত নয়নের সৎ চাচা হয় বলে পুলিশ জানায়। অপর গ্রেফতারকৃত হলেন, শিশু নয়নের সৎ মা রাবেয়া বেগম (৬০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঢাকার কাঁচপুর থেকে শিশু নয়ন ও তার মা হত্যার ঘটনায় আরিফ ও রাবেয়া নামের এই দুইজনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে বুধবার দুপুরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে আরিফ। জবানবন্দীতে এই হত্যাকা- সম্পর্কে আরিফ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী ইউনিয়নের নলডগী এলাকার খাল থেকে অজ্ঞাত শিশু ও মহিলার গলাকাটা লাশ উদ্ধারের পর এই মামলাটি অধিক গুরুত্ব সহকারে তদন্ত করে পুলিশ। ব্যাপক অনুসন্ধানের পর হত্যাকা-ের সাথে জড়িত আরিফ ও রাবেয়া নামে দুইজনকে ঢাকার কাঁচপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে আরিফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের নলডগী এলাকার খাল থেকে অজ্ঞাত এক শিশু ও এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে এ হত্যাকা-ের ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়। উদ্ধারকৃত শিশুর নাম নয়ন বলে জানা গেলেও এখনো ওই মহিলার নাম জানতে পারেনি পুলিশ। তবে ওই শিশু ও মহিলা সম্পর্কে মা ও ছেলে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
0Share