আলী হোসেন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সদর-৩ আসনের এমপি একেএম শাহজাহান কামাল। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার সময় চন্দ্রগঞ্জ বাজারের গণমিলনায়তনে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রায় সাড়ে ৩শ’ নারী-পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে বলে গেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের বিট্টু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী বাবলু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহজাহান কামাল বলেন, বিএনপি-জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন জঙ্গীদের মদদ দিচ্ছে। তারা দেশি-বিদেশি নাগরিকদের হত্যা করছে। তিনি বলেন, বিএনপি-জামাত জোটের একটাই লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের মত ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। এমপি শাহজাহান কামাল আরো বলেন, ঈদ মানে খুশি, আনন্দ। কিন্তু দরিদ্রদের জন্য ঈদ আনন্দ নয় বরং আরো বিষাদময় করে তোলে। তাই আমি গরীবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের জন্য শাড়ী-লুঙ্গি নিয়ে এসেছি।
0Share