মোঃ আলী হোসেন: লক্ষ্মীপুরের মজু চৌধুরীহাটে নৌ-বন্দর স্থাপনের ঘোষণা দেন, নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খাঁন। শুক্রবার (১৫জুলাই) বেলা ১২টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জে শহীদ মোস্তফা কামাল হাসপাতালের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী অন্যান্য প্রসঙ্গে কথা বলার সময় এ ঘোষণা দেন।এ সময় উপস্থিত সবাই করতালির মাধ্যমে মন্ত্রীর এ ঘোষণা কে স্বাগত জানান।
গুলশানের জঙ্গী হামলা প্রসঙ্গে তিনি বলেন, মানুষ হত্যা ইসলাম সমর্থন করেনা। যারা ইসলামের নামে জঙ্গী কর্মকান্ডের মাধ্যমে মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারেনা। বাংলাদেশে জঙ্গীবাদের আশ্রয় হবেনা।
বাংলাদেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসের কোনো স্থান হবেনা উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁন এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধীদের সাথে জাতীয় ঐক্য হতে পারেনা। তিনি বলেন, মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৩০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, সেই জামায়াতের সাথে জাতীয় ঐক্য হতে পারেনা।
জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহতাব উদ্দিন, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।
0Share