মো.জুনাইদ আল হাবিবঃ কমলনগর-রামগতির অব্যাহত মেঘনার ভাঙ্গনে জনজীবন অস্বাভাবিক হয়ে পড়ায় ফেসবুক ব্যবহারকারীরা গত ৫ আগষ্ট থেকে নিজেদের প্রোফাইল এবং টাইমলাইনে ভাঙ্গনের দৃশ্য দেখিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিনের টানা অব্যাহত মেঘনার রাক্ষুসে হানায় দিন দিন মানুষের জন্মভূমির ভিটে-মাটি মেঘনার গভীর তলদেশে বিলীন হওয়ায় ক্রমান্বয়ে কমলনগর-রামগতি লক্ষ্মীপুরের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ায় দূর্দশাগ্রস্থ মানুষের হাহাকার প্রতিক্ষণ যেন বেড়েই চলছে।কমলনগর-রামগতিকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার জন্য এই পূর্ব উপকূলবাসী বিভিন্ন সময় আন্দোলনে অংশ নিয়েছে।কমলনগর-রামগতিকে মেঘনার রাক্ষুসে হানা থেকে রক্ষার জন্য গড়ে তোলেছে বিভিন্ন মঞ্চ। মেঘনার ভাঙ্গন থেকে কমলনগরকে রক্ষার দাবিতে তোরাবগঞ্জ থেকে করুণানগর পর্যন্ত দীর্ঘ ১৭ কিলোমিটার মানবন্ধনে অংশ নেয় সর্বস্থরের মানুষ।জেলার সংবাদকর্মী ও সামাজিক মাধ্যমের লেখকদের দীর্ঘ দিনের অনলাইন কাঁপানো আন্দোলনে রামগতি উপজেলার চর আলেকজান্ডার সংলগ্ন ৪ কিলোমিটার এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে। কিন্তু,কমলনগর উপজেলায় মেঘনার ভাঙ্গন প্রতিরোধে প্রশাসন কোন প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় দিশেহারা হয়ে পড়ছে অসহায় মানুষ। জানা যায়,কমলনগর-রামগতির মেঘনার ভাঙ্গনের পরিধি ২৮ কিলোমিটার।৪ কিলোমিটার এলাকা বাঁধ দিয়ে রক্ষা করা গেলেও ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে এই দু’টি উপজেলা।এভাবে প্রতিক্ষণ মেঘনার করাল ভাঙ্গনের ফলে কমলনগর-রামগতি লক্ষ্মীপুরের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার প্রবণতা প্রায় ৮০%।এভাবে ভাঙ্গন তীব্রতার কোন সঠিক সমাধান না হওয়ায় সাধারণ মানুষের হতাশা দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলার কিছু উদিয়মান তরুন ৫ই আগষ্ট থেকে স্ব স্ব ফেসবুক প্রোফাইল ও টাইমলেইনে মেঘনার ভাঙ্গন তীব্রতার ছবি সংযুক্ত করার ডাক দেয়।কমলনগর-রামগতির ফেসবুক ব্যাবহারকারী ও প্রবাসী,রাজনৈতিক ব্যাক্তিরা এই ফেসবুক বিক্ষোভে অংশ নেয়।ফেসবুক থেকে পাওয়া তথ্যমতে আহবানকারীরা হচ্ছেন,লক্ষ্মীপুরটোয়েন্টিফোর, অনলাইন ও সামাজিক মাধ্যমের লেখক সরোয়ার মিরন,সাইফুল আলম মাসুম, মোহাম্মদ বেলাল,মাসুদ সুমন, মো.জুনাইদ আল হাবিব,আ.হ.ম ফয়সল,হাসান ইবনে
আব্দুল কাইয়ুম,ইউছুপ আহমেদ,হিমেল স্বপন,হিমেল তসলিম.রিয়াজ পাটোওয়ারীসহ আরো অনেকে।কর্মসূচির অংশ হিসেবে প্রোফাইল পিকচার পরিবর্তনের পাশাপাশি মেঘনার ভাঙ্গন রোধে একটা একটা স্ট্যাটাস দেওয়া হয়। সকলের একটাই দাবি আর কোন দাবি নাই কমলনগর-রামগতিকে মেঘনার রাক্ষুসে হানা থেকে রক্ষা চাই। প্রোফাইল পরিবর্তন অংশ নিয়েছে,সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখক, সাংবাদিক,প্রবাসী,রাজনীতিবিদসহ বিভিন্ন পেশার লোকজন। মেঘনার ভাঙ্গন প্রতিরোধে ফেসবুক বন্ধুদের এই বিশেষ কর্মসূচি প্রশাসনের সুনজর পড়তে সহায়তা করবে বলে আশা করেন ফেসবুক ব্যবহারকারীরা।
0Share