নিজস্ব প্রতিনিধি: কমলনগরের মেঘনা নদীতে মাছ ধরার নৌকা ডুবে মো. মাসুম (২৬) ও মো. হাসান মাহমুদ (২২) নামে দুই ভাই নিখোঁজ হয়েছেন।বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান পাওয়া যায়নি।এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঝড় ও উত্তাল ঢেউ আঘাতে মাছ ধরার ওই নৌকা ডুবে তারা দুই ভাই নিখোঁজ হয়। নিখোঁজ দুইভাই চর ফলকন গ্রামের হানিফ মাঝির ছেলে। তাদের মধ্যে হাসান মাহমুদ লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্নাস (বাংলা) প্রথম বর্ষের ছাত্র। নদী ভাঙ্গা অভাবের সংসারের কারণে হাসান মাহমুদ নদীতে মাছ ধরে নিজের পড়া লেখার খরচ জোগাতো।
নিখোঁজ মাসুম ও হাসানের চাচাতো ভাই মাহবুব জানান, মঙ্গলবার রাতে তারা দুই ভাইসহ ৫জন জেলে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায়। রাত আনুমানিক আড়াইটার দিকে মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউ আঘাতে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনজন সাঁতরিয়ে অন্য নৌকায় উঠতে পারলেও দুই ভাই নিখোঁজ হয়। উপকূলীয় এলাকাসহ নদীতে মাইকিং ও অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। চর ফলকন ইউনয়িন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0Share