কাজল কায়েস:: লক্ষ্মীপুরে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোটা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি, জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্তদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন স্বজনেরা। শুধু ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালেই গত দেড় মাসে ঠাণ্ডাজনিত রোগে সহস্রাধিক শিশুকে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
সদর হাসপাতাল সূত্র জানায়, গত দেড় মাসে সহস্রাধিক শিশুকে ভর্তি করা হয়েছে। তারা রোটা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি ও জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নবজাতক থেকে শুরু করে ২ বছরের শিশুর সংখ্যাই বেশি। পাশাপাশি বৃদ্ধরাও আক্রান্ত হচ্ছেন। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হাসপাতালের সেবিকা ও চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালে গিয়ে দেখা গেছে, বেড সংকটের কারণে গাদাগাদি করে শিশুদের রাখা হয়েছে। একই বেডে একাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। অনেকেই বাধ্য হয়ে ফ্লোরে চিকিৎসা নিচ্ছে। একই অবস্থা রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বেসরকারি ক্লিনিকগুলোতে শিশুদের নিয়ে অভিভাবকদের ভিড় করতে দেখা গেছে।
জানতে চাইলে সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ইসমাইল হাছান বলেন, আবহাওয়া বদলের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ডায়রিয়ার সংকট লাঘবে শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ানো, বিশুদ্ধ পানি পান ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকবে হবে। হাসপাতালে ভর্তির ২-১ দিন পর সুস্থ হলে শিশুদের নিয়ে অভিভাবকরা বাড়ি ফিরে যাচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, গত দেড় মাসে শীতজনিত রোগী এক হাজারেরও বেশি শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকরা আন্তরিকভাবে কাজ করছেন। পর্যাপ্ত খাবার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুদ রয়েছে বলেও জানান তিনি।
0Share