রামগতি প্রতিনিধি:: রামগতিতে পান্না বেগম (১০) নামে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর বিয়ে ইউএনও’র হস্তক্ষেপে হয়নি। সোমবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামে শিশু রবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বিয়ে বন্ধ করেন।
পরে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করার দায়ে ৩ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরমধ্যে মেয়ের বাবা মোছলেহ উদ্দিন, চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা গ্রামের বাসিন্দা বরের বাবা মো: আলমগীর এবং কাজীর সহকারী হাফেজ মনির উদ্দিন। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফি কামাল ওই রায় দেন।
পান্না বেগম বড়খেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী এবং বড়খেরী গ্রামের মো: মোছলেহ উদ্দিনের মেয়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফি কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, ৫ম শ্রেণির ছাত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছিলো এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বিয়ে বন্ধ করি এবং বরের বাবা, কনের বাবা ও কাজীকে না পাওয়ায় কাজীর সহযোগীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
0Share