নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের (২০১৭-১৮) তফসিল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নিজ কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাব নির্বাচনের রিটার্ণিং অফিসার মোঃ নিজাম উদ্দিন। এ সময় প্রেসক্লাব নির্বাচনের প্রিসাইডিং অফিসার ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মীর আব্দুল মোঃ মাজেদ এবং সহকারী প্রিসাইডিং অফিসার আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিলে জানা যায়, ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা, ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত মনোনয়নপত্র বাছাই এবং ওইদিন বিকেল ৪টায় বৈধ প্রার্থী তালিকা ঘোষণা, ২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং একইদিন বিকেল সাড়ে ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্ণিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদেরকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদানসহ যাবতীয় নির্বাচনী তথ্যের জন্য যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশন।
0Share