নিজস্ব প্রতিনিধি: ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর। শুক্রবার ( ২৫ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রার্থী মনোনয়নে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আয়োজিত মনোনয়ন বোর্ডের এক সভায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। এতে লক্ষ্মীপুর জেলায় মনোনয়ন পেয়েছেন বর্তমান প্রশাসক সাবেক সচিব মোঃ শামছুল ইসলাম।
এদিকে জেলা আওয়ামীলীগ দলীয় ১৫ জন সাধারণ ও পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্যদের তালিকা চুড়ান্ত করছেন বলে একটি বিশস্ত সূত্র জানিয়েছেন।জেলা আওয়ামীলীগের ওই সূত্রের দেয়া তথ্য অনুসারে সংরক্ষিত ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে “পারভীন আক্তার সালমা ” কে চুড়ান্ত করা হয়েছে।
সংরক্ষিত ৪নং ওয়ার্ডের অর্ন্তভুক্ত সাধারণ ওয়ার্ড সমূহ ১০,১১,১২ । এরমধ্যে ওর্য়াড-১০: সদর উপজেলার কুশাখালী, ভবানীগঞ্জ, তেয়ারিগঞ্জ এবং কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়ন। ওর্য়াড-১১: সদর উপজেলার শাকচর, চর রমনী মোহন, টুমচর এবং কমলনগরের চরকালকিনি ইউনিয়ন।
ওর্য়াড-১২: কমলনগর উপজেলার চর লরেঞ্চ, চর মার্টিন, সাহেবেরহাট এবং হাজীরহাট ইউনিয়ন।
পারভীন আক্তার সালমা কে সংরক্ষিত ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগের প্রার্থী মনোনয়ন দেয়ার কথা স্বীকার করে তার স্বামী লক্ষ্মীপুর জেলা যুবলীগের সদস্য এবং কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বাপ্পী বলেন, আমার স্ত্রী পারভীন আক্তার সালমা মনোনীত করায় আমি লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ এবং সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন ও সংসদ সদস্য একেএম শাহাজান কামালের নিকট কৃতজ্ঞ।আশা করি ভোটারগণ ও একজন যোগ্য প্রার্থীকে বেছে নিবেন।
0Share