সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শিশু সন্তানসহ অপহৃত গৃহবধূ উদ্ধার, অপহরকারী গ্রেফতার

লক্ষ্মীপুরে শিশু সন্তানসহ অপহৃত গৃহবধূ উদ্ধার, অপহরকারী গ্রেফতার

লক্ষ্মীপুরে শিশু সন্তানসহ অপহৃত গৃহবধূ উদ্ধার, অপহরকারী গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক : লক্ষ্মীপুরে শিশু সন্তানসহ গৃহবধূকে অপহরণের ১১ ঘন্টা পর উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) ভোর রাতে চন্দ্রগঞ্জ চরশাহী ইউনিয়নের মিয়ার বাজার এলাকা থেকে অপহৃত শিশু সন্তান সিহাব ও তার মা’ গৃহবধূ শিউলী আক্তার মুক্তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণ ঘটনার মূলহোতা করিম (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। এর আগে রোববার বিকেল ৫টার সময় সদর উপজেলার ভাঙাখাঁ গ্রামের বাপের বাড়ি থেকে চন্দ্রগঞ্জ ইউপির গণিপুর গ্রামে শ্বশুর বাড়িতে আসার পথে জকসিন বাজার থেকে তাদেরকে অপহরণ করা হয়। অপহরণ ঘটনায় আটক করিমসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অপহৃত গৃহবধূ শিউলী আক্তার মুক্তা গণিপুর গ্রামের প্রবাসী রিয়াজ হোসেনের স্ত্রী এবং আটক করিম পার্শ্ববর্তী ধন্যপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

kidnaperপুলিশ ও অপহৃত গৃহবধূ শিউলী আক্তার মুক্তা জানায়, রোববার বিকেলে ভাঙাখাঁ গ্রামের তার বাপের বাড়ি থেকে ৪ বছরের শিশু সন্তান সিহাবসহ গৃহবধূ মুক্তা গণিপুর গ্রামের শ্বশুরালয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ডাকাত করিম ও তার সহযোগি আরো দুইজন মিলে একটি সিএনজি অটোরিক্সাযোগে তাদেরকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে ওই গৃহবধূ শিউলীর ব্যবহৃত মোবাইল দিয়ে তার ভাই নুর হোসেনের কাছ থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর অপহরণকারীদের অবস্থান মিয়ার বাজারে মুক্তিপণের টাকা নিয়ে যায় গৃহবধূর ভাই নুর হোসেন। একই সময় চন্দ্রগঞ্জ থানা পুলিশও ওই এলাকায় অভিযান চালিয়ে শিশু সিহাবসহ অপহৃত গৃহবধূকে উদ্ধার এবং ঘটনার নায়ক করিম ডাকাতকে আটক করেন।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত গৃহবধূ শিউলী ও তার শিশু সন্তান সিহাবকে মিয়ারবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী করিম নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

রামগতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগে চলছে ৪৯টি ইটভাটা

সবাইকে ‘খুশি’ করে চলছে অবৈধ ৪৯ ইটভাটা ! তিন বছরে বেড়েছে ১১টি!

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

মাদক যেন সমাজকে ব্যাধিতে পরিণত করতে না পারে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন আটক

লক্ষ্মীপুরে এক ইলিশ বিক্রি হলো ৯ হাজার ২শ টাকায়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com