নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সহিংসতা, চুরি-ডাকাতি ও ছিনতাই এড়াতে জেলা সদরের পৌর এলাকায় শহরের ৬ কিলোমিটার জুড়ে ২৪ টি সিসি ক্যামরা স্থাপন করা হয়েছে। সোমবার ( ২৮ নভেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা পুলিশ ও পৌরসভার সহযোগিতা সিসি টিভি ক্যামরা নেটওয়ার্ক স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহাজান কামাল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র এম এ তাহের, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা সিভিল সার্জন ডাঃ গোলাম মোস্তফা খালেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, মহিলা আওয়ামীলীগ নেত্রী ফরিদা ইয়াছমিন লিকা প্রমূখ। পুলিশ সুপার বলেন, সিসি টিভির মাধ্যমে জেলা শহরে চুরি-ডাকাতি সহ সকল ধরণের অপরাধ বন্ধ হবে। পর্যায়ক্রমে পুরো জেলায় সিসি টিভির আওতায় আনা হবে বলে জানান তিনি।
0Share