নিজস্ব প্রতিনিধি:: বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) রায়পুর উপজেলায় শীতলীকরণ কেন্দ্রে দুধ সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে খামারিরা কেন্দ্রে দুধ সরবরাহ করছেন। ভেজালের অজুহাতে প্রায় ৯ মাস এই কেন্দ্রে দুধ সংগ্রহ বন্ধ ছিল। দুধ সংগ্রহের খবরে হতাশাগ্রস্ত শতাধিক খামারির মাঝে স্বস্তি ফিরছে। জানা গেছে, গত ৩ মার্চ মিল্ক ভিটার প্রধান কার্যালয় থেকে রায়পুর কেন্দ্রে চিঠিয়ে পাঠিয়ে দুধ সংগ্রহ বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়। ওই কেন্দ্রে সংগ্রহ করা দুধে ভেজাল থাকার অভিযোগ তুলে কর্তৃপক্ষ সমবায়ী খামারিদের কাছ থেকে দুধ নেয়া বন্ধ করে দিয়েছিল।
মিল্ক ভিটার রায়পুর শীতলীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে ৫ হাজার লিটার দুধের ধারণ ক্ষমতা রয়েছে। ২৫টি সমিতির শতাধিক খামারি এ কারখানায় দুধ দেয়। প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার লিটার দুধ পাওয়া যাচ্ছে।
চরআবাবিল ও উদমারা গ্রামের কয়েকজন খামারি জানিয়েছেন, রায়পুরে মিল্ক ভিটায় দুধ নেয়া বন্ধ করার পর তারা বেকাদায় পড়ে। এ কারণে বাজারে দুধের দাম কমে গেছে। এখন আবার দুধ সংগ্রহ কার্যক্রম শুরুর খবরে তারা খুশি।
মিল্ক ভিটার রায়পুর শীতলীকরণ কেন্দ্রের ব্যবস্থাপক আক্তার হোসেন বলেন,‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুধ সংগ্রহের জন্য সব প্রস্তুতি রাখা হয়েছে। আজ থেকে এ কাজ শুরু হয়েছে। খামারীরা নিয়মানুযায়ী ভেজালমুক্ত দুধ কেন্দ্রে নিয়ে আসলে তা রাখা হবে’।
0Share