রায়পুর প্রতিনিধি:: রায়পুরে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দু’টি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ নোমান। শুক্রবার সকালে (২ ডিসেম্বর) পৌর শহরের ট্রাফিক মোড়ে ও বাসাবাড়ি বাজারে দু’টি নামফলকের ফিতা কেটে এ উদ্বোধন করা হয়।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে উদমারা ও হায়দরগঞ্জ সড়কটি সংস্কারের কাজ চলছে। ৩ কোটি ৮১ লক্ষ ২৬ হাজার ৪শ’ ৭৫টাকা টাকা ব্যয়ে ১০ কিলোমিটারের বাসাবাড়ি-উদমারা সড়কটি সংষ্কার কাজ কর হয়। ৪ কোটি ১৭ লক্ষ ৫৫ হাজার ৫শ’ ৯০ টাকা ব্যয়ে ১১ কিলোমিটারের রায়পুর-হায়দরগঞ্জ সড়কের সংস্কার কাজটি শুরু হয়েছে। নোয়াখালী সদরের মেসার্স হাসান রূপালী (জেভি) নামের কনস্ট্রাক্টশন কোম্পানী এ কাজ দু’টির টেন্ডার পান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মনজুরুল ইসলাম, রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী রায়, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন ভূঁইয়া, জাতীয়পার্টির উপজেলা সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল ওয়াদুদ মৃধ্যা, পৌর সভাপতি ইলিয়াস কবির প্রমুখ।
0Share