নিজস্ব প্রতিনিধি:: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে লক্ষ্যে প্রার্থীরা জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন।সভাপতি পদে প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এমজে আলম, মানবকন্ঠের আবুল কালাম আজাদ ্এবং যায়যায় কাল পত্রিকার কবির আহমদ ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে দৈনিক আমার সংবাদ ও মাইটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ আলী হোসেন, এসএ টিভির সহিদুল আলম লড়ছেন সাধারণ সম্পাদক পদে। সহ-সাধারণ সম্পাদক পদে সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি), আজিজুল হক মাউন (দৈনিক নতুন খবর), কোষাধ্যক্ষ পদে ইব্রাহীম খলিল মঞ্জু (দৈনিক দিনের আলো) ও মাহবুব সৈকত (দৈনিক ঘোষণা) এবং প্রচার সম্পাদক পদে সাহাদাত হোসেন দিপু (দিন প্রতিদিন) ও মামুনুর রশিদ (উপকূল কন্ঠ) মাঠে রয়েছেন।
চূড়ান্ত তালিকায় ১১টি পদের মধ্যে ৬টি পদে একক প্রার্থী থাকায় ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে রিটার্ণিং অফিসার ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন বিজয়ী ও চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করেন। বিজয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে অহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক পদে আনোয়ার হোসাইন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে জামসেদ হিমেল এবং কার্যনির্বাহী সদস্য পদে আব্দুন নূর ও রাকিব হোসাইন আপ্র।
দীর্ঘ দিন থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ অন্যান্য উপজেলা প্রেসক্লাবগুলোর নির্বাচন না হওয়া পুরো জেলার সাংবাদিকসহ সুশীল সমাজ চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন উপভোগ করছেন।
আগামী ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত চূড়ান্তভাবে এই ৫টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
0Share