শাকের মোঃ রাসেল:: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ের পর ৯৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এদের মাঝে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদেরজন্য ৮০ জন প্রার্থী রয়েছেন।বাছাই শেষে তিন পদে ১৪ টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সেমিনার কক্ষে যাচাই-বাচাই শেষে বৈধ প্রার্থীদের চুড়ান্ত করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা সোহেল সামাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাজ্জাদুল হাসান।
ঋন খেলাপি, তথ্য গোপন ও সঠিক কাগজপত্র না থাকায় সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন এবং সাধারণ সদস্য পদের জন্য ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটানিং কর্মকর্তা। এর আগে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪ জন। ৫টি সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য ১৪ জন ও ১৫টি সাধারণ সদস্য পদের জন্য ৯২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচন সংক্রান্ত আরো সংবাদ
ডিসেম্বরে জেলা পরিষদ নির্বাচন: যেভাবে গঠিত হলো লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫টি নির্বাচনী ওয়ার্ড
জেলা পরিষদ নির্বাচন: রামগঞ্জে আওয়ামী লীগের ৪ প্রার্থী চুড়ান্ত
0Share